রাত পোহালেই মাঠে গড়াবে দেশের ফ্রাঞ্চাইজিভিত্তক টুর্নামেন্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেটি সামনে রেখে গতকাল ট্রফি নিয়ে ফটোসেশন করেছেন আসরের সাত দলের প্রতিনিধিরা। সেখানে সবার চোখ আটকেছে ঠিক একটা দলের জার্সিতে। দুর্দান্ত ঢাকার। নীল রঙের বিভিন্ন শেড দিয়ে করা এই জার্সিতে ফুটে উঠেছে ঢাকার মেট্রোরেল ও পদ্মা সেতুর চিত্র। দারুণ এই জার্সিটির পেছনের কারিগর মাহির সরোয়ার মেঘ। প্রয়াত সাগর-রুনি সাংবাদিক দম্পতির ছেলে।
জার্সি ডিজাইনারের বিষয়টি গতকাল (বুধাবার) নিজেদের ফেইসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে দুর্দান্ত ঢাকা।
ডিজাইনের পাশাপাশি গতবছর ‘ও’ লেভেল সম্পন্ন করা মেঘ ক্রিকেটের সঙ্গেও যুক্ত। নিয়মিত অনুশীলন করেন শেখ জামাল মাঠে । স্বপ্ন দেখেন নিজেকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার।
দলের জার্সি ডিজাইন এই প্রথম না। এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল জার্সির ডিজাইনও করেছিলেন মেঘ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজার এলাকার নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। তার এক যুগ পেরোলেও মামলার তদন্ত প্রতিবেদন এখন জমাই পড়েনি। তারিখ পিছিয়েছে অসংখ্যবার। এই প্রতিবেদন জমার তারিখ পেছানো ছাড়াই এবার আলোচনায় সাগর-রুনি। কারণটা তাদের ছেলের ডিজাইন হাতের দারুণ নৈপুণ্যতা।