তামিমদের ১৩৫ রানের লক্ষ্য সাকিবের রংপুরের

বিপিএল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-21 12:44:45

এক সময়ের কাছের বন্ধু থেকে নানান সমালোচনায় দুজন এখন এক অপরের অনেকটাই দূরে। একইসঙ্গে দীর্ঘদিন ২২ গজ মাতানো বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান আবারও একইসঙ্গে ২২ গজে। তবে ভিন্ন দলের হয়ে। এবং দুজনেই আছেন সেই দলের নেতৃত্বে। বিপিএলের দশম আসরের দ্বিতীয় দিনে টসে জিতে আগে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় তামিমের ফরচুন বরিশাল। সেখানে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে রংপুর। 

এদিন ব্যাট করতে শুরুতেই ধাক্কা খায় রংপুর রাইডার্স। ইনিংসের প্রথম বলেই বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরানের বলে বোল্ড হয়ে ফেরেন ব্রেন্ডন কিং। পেস তোপে পরের দায়িত্ব নেন ফ্রচুন বরিশালের দেশিয় পেসার খালেদ আহমেদ। নিজের প্রথম ওভারে ওপেনার রনি তালুকদার (৫) ও অভিজ্ঞ সাকিবের (২) উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। চাপ কাটিয়ে উঠার আগেই প্রথম পাওয়ারপ্লেতে আরও এক ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখায় তামিমের দল। এতে ৫ ওভার শেষে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সাকিব-সোহানরা। 

এরপর শামীম হোসেনকে নিয়ে শুরু সেই চাপ সামলে কিছুটা থিতু হওয়ার পথে এগোন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তবে বেশিক্ষণ টিকলেন না তিনিও। দলীয় ৬৫ রানের মাথায় ফেরেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের স্পিনে। 

এরপর দলীয় শতরানের আগেই ফেরেন আরও দুই ব্যাটার। সর্বোচ্চ ৩৪ রান করে ফেরেন শামীম। এতে আরও অল্পেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও শেষ দিকে শেখ মাহেদির ১৯ বলের ২৯ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত ১৩৪ রানের লড়াকু সংগ্রহ পায় দলটি। সর্বোচ্চ ৪ উইকেট নেন খালেদ। দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।    



এ সম্পর্কিত আরও খবর