চট্টগ্রামের ব্যাটিংয়ের পরই ফল একপ্রকার নিশ্চিত হয়ে যায়। ছিল শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। ৬৪ বল আর ৭ উইকেট হাতে রেখেই সে আনুষ্ঠানিকতা শেষ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির ছিল কুমিল্লার। তবে তাওহিদ হৃদয়ের ১৩ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংসে ১০ ওভারেরও বেশি হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। দল বড় জয় পেলেও ব্যাট হাতে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। ৯ বলে ২ রান করে ধরেছেন সাজঘরের পথ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে চট্টগ্রামের ব্যাটাররা ছন্দ খুঁজে পাননি, যার খেসারত দিতে হয় বিপিএলের নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়ে।
কুমিল্লার পক্ষে ১৩ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দেন তানভির ইসলাম।