অজিদের পেস তোপে ১৫০ রান তুলতেই শেষ ভারত
পার্থে অনুষ্ঠিত প্রথম বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্টের প্রথম দিনে ভারতের ইনিংস মাত্র ১৫০ রানে গুটিয়ে গেছে। টস জিতে ব্যাটিং নেওয়ার পর ভারতের ব্যাটিং লাইনআপ অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে বড় চাপে পড়ে। সে চাপ আর সামলে উঠতে পারেনি দলটা। গুটিয়ে গেছে ১৫০ রানেই।
ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়ার পেস আক্রমণ ভারতীয় টপ অর্ডারকে চাপে ফেলে দেয়। যশস্বী জয়সওয়াল (০) দ্বিতীয় ওভারেই স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফেরেন। দেবদূত পাডিক্কাল (০) এবং বিরাট কোহলি (৫) দ্রুতই হ্যাজলউডের শিকার হন। ভারত প্রথম ১৬ ওভারের মধ্যেই ৩২ রানে তিন উইকেট হারায়। অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া লোকেশ রাহুল (২৬) পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন, কিন্তু তিনিও স্টার্কের বলের শিকার হয়ে ক্যারির হাতে ক্যাচ দেন।
মাঝের সারিতে ঋষভ পান্ত (৩৭) দলের রান কিছুটা এগিয়ে নেন। তাঁর ৭৮ বলের ইনিংসে তিনটি চার এবং একটি ছক্কা ছিল। তবে তিনিও প্যাট কামিন্সের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ধ্রুব জুরেল (১১) এবং ওয়াশিংটন সুন্দর (৪) তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি।
নীতিশ কুমার রেড্ডি ৪১ রান করে কিছুটা লড়াই করেন। তাঁর ৫৯ বলের ইনিংসে ছয়টি চার এবং একটি ছক্কা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার ধারাবাহিক বোলিং আক্রমণের মুখে তাঁর লড়াইও দীর্ঘ হয়নি। শেষদিকে হার্শিত রানা (৭) এবং জসপ্রিত বুমরাহ (৮) কিছু রান যোগ করলেও ভারত মাত্র ৪৯.৪ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায়।
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে হেইজেলউড ছিলেন দুর্দান্ত। ১৩ ওভারে মাত্র ২৯ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন। স্টার্ক এবং কামিন্স দুটি করে উইকেট পান, আর মিচেল মার্শ নেন দুটি উইকেট মাত্র ১২ রানে।