হংকংয়ে খেলতে চেয়েছিলেন মেসি, তবে…

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-06 19:28:53

হংকং একাদশের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলার কথা ছিল লিওনেল মেসির। গ্রহের অন্যতম সেরা ফুটবলারকে দেখতে চড়া দামে টিকিট কিনেছিলেন হংকংয়ের মেসি ভক্তরা। কিন্তু হতাশ হতে হয়েছে তাদের, চোটের কারণে সে ম্যাচে মাঠেই নামা হয়নি রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জয়ীর।

মেসির না খেলা নিয়ে হংকংয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বেশ। কেউ কেউ তো সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের টিকিটের অর্থও ফিরিয়ে দিতে বলছেন।
হংকংয়ে কেন খেলতে পারেননি সেটা জানাতে তাই মুখ খুলতে হয়েছে লিওনেল মেসিকে। চোটের বিষয়টি জানিয়ে মেসি বলেন, ‘পেশিতে অস্বস্তির কারণে হংকংয়ের ম্যাচটা মিস করেছি। অনেক দর্শক এসেছিল, তাই ম্যাচটা খেলতে চেয়েছিলাম। তবে এটা (চোট) খেলারই অংশ।’

হংকংয়ের ম্যাচটি মিস করলেও জাপানে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম সফরের শেষ প্রীতি ম্যাচটি খেলতে চান মেসি, ‘প্রাক-মৌসুম সফর শেষ হতে যাচ্ছে। আমি (যুক্তরাষ্ট্রে) ফিরে যাওয়ার আগে জাপানে শেষ ম্যাচটি খেলতে চাই।’

তবে জাপানিজ ক্লাব ভিসেল কোবির বিপক্ষে ম্যাচটি খেলতে চাইলেও চোট শঙ্কা এখনো কাটেনি মেসির। চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে মেসি যোগ করেন, ‘অনুশীলনের পর আমার (চোটের) বর্তমান অবস্থা মূল্যায়ন করা হবে। এরপরই বুঝা যাবে, আমি খেলতে পারব কি পারব না।’

আগামীকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৪টায় টোকিওর জাপান ন্যাশনাল স্টেডিয়ামে ভিসেল কোবির বিপক্ষে খেলবে মেসির মায়ামি।

এ সম্পর্কিত আরও খবর