সাফের যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ হলেও ট্রফি যাচ্ছে ভারতে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-09 10:04:58

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার এক বিরল ঘটনার সাক্ষী হয়েছে কমলাপুর স্টেডিয়াম। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে গেলে ২২টি শটেও আসেনি ফল। ম্যাচ কমিশনার সিদ্ধান্ত নেন টস করে জয়ী দলকে চ্যাম্পিয়ন শিরোপা হাতে তুলে দেওয়ার। সেই টসে ভারত জিতলেই বাজে গণ্ডগোল। সিদ্ধান্তের বিপরীতে আপিল জানায় বাংলাদেশ। ভুল বুঝতে পারেন ম্যাচ কমিশনার ডিলান ডি সিলভা জয়াসুরিয়া। নিয়মানুযায়ী ফল না আসা পর্যন্ত টাইব্রেকার চালিয়ে যাওয়ার জন্য ফের দুই দলকে মাঠে নামার অনুরোধ জানান শ্রীলঙ্কান এই কমিশনার।

পরে দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষা করার পরও ভারত মাঠে না নামলে দু’দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আর এটি না করে যে উপায়ও ছিল না সেটিও মনে করিয়ে দিয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। আর এই ভুলের জন্য তিনি এর দায় দিয়েছেন জয়াসুরিয়াকে। সেই সঙ্গে জানিয়েছেন যুগ্ম চ্যাম্পিয়ন হলেও আপাতত সাফের ট্রফি যাচ্ছে ভারতেই।

বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যা দিয়ে হেলাল বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। সাফ চ্যাম্পিয়নশিপে অতীতে কখনই এমন হয়নি। ভুলটা হয়েছে ম্যাচ কমিশনারের জন্য। সে নিয়মকানুন পুরোপুরি না দেখেই সিদ্ধান্ত দিয়েছে। আমরা এএফসির সঙ্গে কথা বললে ওরা আমাদের জানিয়েছে, ফল না আসা পর্যন্ত পেনাল্টি শুটআউট চালিয়ে যাওয়াটাই নিয়ম।’

কিন্তু সাফের নিয়মানুযায়ী যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার নিয়ম নেই। ম্যাচের সিদ্ধান্ত জানাতেও অনেক সময় নিয়েছে টুর্নামেন্ট আয়োজকরা। এর কারণ হিসেবে হেলাল বলেন, ‘আমাদের কিছু করার ছিল না। সমঝোতার জন্য আমরা কয়েকটা প্রস্তাবনা দিয়েছিলাম। এক ম্যাচটা পরিত্যক্ত করে পুনরায় ম্যাচ আয়োজন করার। দুই টাইব্রেকার চালিয়ে নেওয়া এবং তিন যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা। আমরা আলোচনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করেছিলাম। শেষ পর্যন্ত তারা রাজি হয়, যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে। তাই এই সিদ্ধান্ত।’

যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল সাফের শিরোপা তবে কারা পাচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘ট্রফিটা আপাতত আমরা ভারতকে দিয়ে দিয়েছি। আরেকটা ট্রফি তৈরি করে পরে বাংলাদেশকে দিয়ে দেব।’

এ সম্পর্কিত আরও খবর