চলতি আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ রংপুরের

বিপিএল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-10 15:30:16

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বিপিএলের এবারের আসরে দলীয় সর্বোচ্চ ২১১ রান সংগ্রহ করল রংপুর রাইডার্স। পাহাড়সম এই সংগ্রহের পথে রংপুর হারিয়েছে মাত্র ৩ উইকেট।

এদিন টসে জিতে শুরুতে ব্যাটিং নিয়ে যেন ঠিক কাজটাই করেছে সাকিব আল হাসানের দল। রংপুরের দুই ওপেনার রনি তালুকদার ও রেজা হেনড্রিকস দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। ৭ম ওভারে দলীয় ৬১ রানে সাজঘরে ফেরেন রনি।

তবে আরেক ওপেনার ব্যাট হাতে চালিয়েছেন তান্ডব। খেলেছেন ৪১ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস যেখানে ছিল ৩টি ছক্কা ও ৫টি চারের মার।

টাইগার অলরাউন্ডার সাকিবও নিজের ফর্ম ফিরে পেয়েছেন, ১৬ বলে ২৭ রানের প্রশংসনীয় ইনিংস খেলেছেন। তবে ব্যাট হাতে দলের হয়ে সেরাটা দেখিয়েছেন কিউই অলরাউন্ডার জেমস নিশাম। খেলেছেন ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস। অধিনায়ক নুরুল হাসানের ক্যামেও ইনিংসকে সঙ্গে নিয়ে নির্ধারিত ওভার শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটের বিনিময়ে ২১১ রান।

সংক্ষিপ্ত স্কোর: রংপুর রাইডার্স: ২১১/৩ ; ২০ ওভার (রনি তালুকদার ২৪, রেজা হেনড্রিকস ৫৮, সাকিব ২৭, সোহান ৩১*, নিশাম ৫১*), অতিরিক্ত ২০; সাকিল ২/১৫)

এ সম্পর্কিত আরও খবর