চলতি বছর অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা সাধারণ নির্বাচন। যার প্রভাব পড়তে চলেছে আসন্ন ২০২৪ আইপিএলের সূচিতেও। আইপিএল আয়োজক কমিটির চেয়ারম্যান অরুণ ধুমাল এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হবে দুইভাগে।
আসন্ন আইপিএল মাঠে গড়াবে আগামী ২২ মার্চ। এরপর মাঝে লোকসভা নির্বাচনের কারণে বিরতি থাকবে। সেই সঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টের পরের সূচি প্রকাশ করবে আয়োজক কমিটি। প্রয়োজনে ২০০৯ ও ২০১৪ সালের মতো টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হতে পারে দেশের বাইরে।
নির্বাচনের কারণে আইপিএল সূচিতে পরিবর্তন অবশ্য নতুন কিছু নয়। সবশেষ ২০১৯ সালেও সাধারণ নির্বাচনের কারণে দুই ভাগে ভাগ করে প্রকাশিত হয়েছিল আইপিএলের সূচি। তবে দেশের বাইরে স্থানান্তর না করে দেশেই টুর্নামেন্ট শেষ করার পক্ষে বিসিসিআই কর্মকর্তারা। তবে সেটি নির্ভর করবে দেশের নিরাপত্তার অবস্থার ওপর।
আর এ জন্যই শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই আইপিএল কমিটি। নিরাপত্তা নিয়ে উদ্বেগ না থাকলে দ্বিতীয় ভাগের সূচিতেও ম্যাচ রাখতে চায় দেশের মাটিতেই। বিষয়টি নিয়ে অরুণ ধুমাল বলেন, ‘বিসিসিআই ২২ মার্চ থেকে আইপিএল ২০২৪ শুরু করার পরিকল্পনা করছে। আইপিএল ২০২৪ এর সময়সূচী দুটি ভাগে ঘোষণা করা হবে। প্রথমার্ধের সময়সূচী ঘোষণা করা হবে কিছুদিনের মধ্যেই। এরপর সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর বাকি অর্ধেকের সময়সূচী ঘোষণা করা হবে।