প্লে-অফ এখনো নিশ্চিত হয়নি ফরচুন বরিশালের। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। জিতলে প্লে-অফ নিশ্চিত, হারলেও থাকবে সুযোগ। সেক্ষেত্রে নেট রানরেটের হিসাব মুখ্য হয়ে উঠবে। তবে প্লে-অফ কাগজে-কলমে নিশ্চিত হলেও সে পর্বের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে দলটির। সে পর্বের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ডেভিড মিলারকে দলে টেনেছে তারা। আগামী ২৫ ফেব্রুয়ারি তথা প্লে-অফ পর্ব শুরুর দিন দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার।
বিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে বরিশাল। শেষ ম্যাচে কুমিল্লাকে হারিয়ে দিলেন তাদের পয়েন্ট হবে ১৪। প্লে-অফ নিশ্চিত করা নিয়ে আর কোনো ভাবনা থাকবে না তাদের।
তবে যদি ম্যাচের ফল পক্ষে আসে, ওদিকে দিনের অন্য ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দেয় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা খুলনা টাইগার্স, তখন নেট রানরেটের হিসাব বিবেচনায় নিতে হবে। নেট রানরেটের হিসাবে খুলনার চেয়ে বেশ এগিয়ে থাকায় সেদিক দিয়েও কিছুটা স্বস্তি পাচ্ছে বরিশাল।
তবে লিগ পর্বের শেষ ম্যাচের আগে দলটির দুই বিদেশি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কেশব মহারাজ এবং ইংলিশ ব্যাটার টম ব্যান্টন বিদায় নেয়ায় কিছুটা বিপাকেই পড়েছিল তারা। তবে নিউজিল্যান্ডের পেসার জেমস ফুলার এবং মিলারকে দলে ভিড়িয়ে তাদের অভাব পোষাতে চাইছে বরিশাল।