দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে আজ (বুধবার) সন্ধ্যা ৬.৩০ টায় মিরপুরের মাঠে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ম্যাচটিকে দর্শকরা রংপুর-বরিশালের চেয়েও সাকিব-তামিম লড়াই হিসেবে বড় করে দেখছেন। তবে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলীয় খেলা ব্যতীত কোনরূপ ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিষয় নিয়ে ভাবতে চায় না রংপুর ফ্র্যাঞ্চাইজি।
ম্যাচ পুর্ববর্তী সংবাদ সম্মেলনে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দলে যারা আছে তারাও দলের পার্ট। দলের পারফরম্যান্স ও প্লেয়ার– এগুলো নিয়েই মূলত চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো অপশন এখানে নেই।’
ফাইনালে জায়গা করে নিতে কেমন চাপ নিতে হচ্ছে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, 'যেহেতু প্লে-অফের ম্যাচ চলছে সেহেতু চাপ থাকবেই, এটা ওভারকাম করেই খেলতে হবে। গতকালের (সোমবারের) ম্যাচে ভালো স্কোর ছিল আমাদের। বোলিংয়ে কিছু জায়গায় আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে করতে পারি নাই। সে ম্যাচ নিয়ে আমরা আর চিন্তা করছি না, সামনে যা আছে এটা নিয়েই চিন্তা করছি।’
এর আগে প্রথম কোয়ালিফাইয়ারের মুখোমুখি হয়েছিল আসরের দুই হট ফেভারিট দল রংপুর ও কুমিল্লা। যেখানে সাকিবদের হারিয়ে লিটন দাসের কুমিল্লা ফাইনালে উঠে গিয়েছে। অপরদিকে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে এসেছে তামিমের বরিশাল। আজ যে দল জিতবে তারাই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে মার্চের ১ তারিখ এবারের আসরের ফাইনাল ম্যাচে মাঠে নামবে।