বুন্দেসলিগার শিরোপা জয়ের দৌড়ে এবার কিছুটা পিছিয়েই থাকতে হচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। দল শিরোপা ধরে রাখার লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ব্যক্তিগত অর্জনের খাতায় লিখে চলেছেন ইংলিশ তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। এবার রেকর্ডগড়া এক হ্যাটট্রিক আদায় করে নিলেন তিনি।
লিগের ম্যাচে মাইন্সকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। যেখানে হ্যাটট্রিক করেছেন কেইন। প্রতি ম্যাচেই গোল পাওয়া কেইন যেন রেকর্ড গড়েই চলেছেন। ক্লাবের হয়ে চলতি মৌসুমে এই নিয়ে চারবার হ্যাটট্রিকের দেখা পেলেন এই ইংলিশ স্ট্রাইকার।
ঘরের মাঠে বড় জয়ের ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন কেইন। প্রথম খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় নিজের অভিষেক আসরে চারটি হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি। গোলের হিসাব করলে জার্মানির শীর্ষ লিগের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম মৌসুমে ম্যাচপ্রতি গড়ে অন্তত দুটি করে গোল করেছেন। চলতি মৌসুমে তার গোল ২৫ ম্যাচে ৩০টি, সমান সংখ্যক গোল নিয়ে এতদিন অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন উয়ি সিলার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামে স্বপ্নের সময় পার করছিলেন কেইন। সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩২ ম্যাচে করেছিলেন ক্লাবটির ইতিহাসের রেকর্ড ২৮০টি গোল। অনেকেই আশঙ্কা করছিলেন ইংলিশ ক্লাবটি ক্লাব ছাড়ার পর তার সেই গোলের ধার কমে যায় কি না। কিন্তু না, সেসব শঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক গোল করেই চলেছেন কেইন। এবার নাম লিখিয়ে ফেললেন রেকর্ডবুকেও।
এই জয়ে শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের সঙ্গে ব্যবধান কমিয়েছে বায়ার্ন। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট বায়ার্নের, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেভারকুসেন। বায়ার্নের টানা ১১ মৌসুমে শিরোপা জয়ের রেকর্ডে এবার লেভারকুসেন বাঁধা দিতে পারে কিনা সেটি দেখা এখন সময়ের অপেক্ষা।