চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়ান্টদের ছড়াছড়ি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-14 20:30:45

গত রাতে ফিরতি লেগের দুই ম্যাচ দিয়ে শেষ হলো চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ আসরের শেষ ষোলো পর্বের খেলা। সবশেষ দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আতলেতিকো মাদ্রিদ ও বুরুশিয়া ডর্টমুন্ড।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় এবারের শেষ আটের লড়াইটা হবে আরও বেশি রোমাঞ্চকর, সমানে-সমান। শেষ আটের সবগুলো ক্লাবই বিভিন্ন শীর্ষস্থানীয় লিগের জায়ান্ট। যেখানে নেই কোনো অঘটন, নেই কোনো সারপ্রাইজ, নেই কোনো নতুন কোনো প্রতিদ্বন্দ্বী। লড়াইটা এবার জায়ান্টদের মধ্যেই।

গত আসর থেকে এবারের শেষ আটে বড় ক্লাবগুলোর জায়গা করতে একটা থাকলো ব্যতিক্রম, আতলেতিকোর কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিল সবশেষ আসরের ফাইনালিস্ট, ইন্টার মিলান।

এর আগে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, পিএসজি, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও বার্সেলোনা। এদিকে শেষ আটে আধিপত্য স্প্যানিশদের। লা লিগা থেকে আছে সর্বোচ্চ তিনটি ক্লাব।

শুক্রবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র।

এ সম্পর্কিত আরও খবর