শেষ ওভারের ২৯ রানে দুইশ ছাড়াল অজিদের সংগ্রহ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-21 15:07:59

ইনিংসের শুরু থেকেই সুলতানা-নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের চড়ে বসতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে অজিদের টপ-মিডল অর্ডারের কেউই ছিলেন না ছন্দে। তবে ফিফটি পেরোনো ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। তাকে সঙ্গ দিয়ে ৪৬ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন অ্যালানা কিং। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে ফাহিমা খাতুনের শেষ ৫ বলে চার ছক্কা ও এক চারে নিয়েছেন ২৮ রান।

শেষ ওভারে ২৯ রানের ভরেই দুইশ ছাড়ায় অজিদের ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে শেষ পর্যন্ত ৭ উইকেটে ২১৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় অস্ট্রেলিয়া নারী দল। 

এর আগে মিরপুর হোম অব ক্রিকেটে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেখানে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। স্পিন ঘূর্ণিতে দলীয় ২১ রানের মাথায় ওপেনার ফোব লিচফিল্ড (০) ও অজিদের অন্যতম তারকা ব্যাটার এলিস পেরিকে (২) ফেরান স্পিনার সুলতানা খাতুন। 

শুরুর স্পিন ঘূর্ণির পর এবার চমক পেসের। শুরুটা ভালো পেলেও বেশিক্ষণ টিকতে পারলেন না অজি অধিনায়ক অ্যালিসা হিলি। ইনিংসে নবম ওভারে তাকে ফেরান পেসার মারুফা। সেখান থেকে ইনিংস মাঝ বরাবর আরও দুই উইকেট হারায় অজিরা। দলটির স্কোরবোর্ডে তখন ৫ উইকেটে ৭৮ রান। এতে শঙ্কা জেগেছিল দ্রুতই গুটিয়ে যাওয়ার। সেই শঙ্কা প্রতিরোধ করে উইকেটে থিতু হন সাদারল্যান্ড। এবং অষ্টম উইকেটে কিংকে নিয়ে গড়েন অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি। 

৭৬ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন সাদারল্যান্ড। এদিকে ধীরস্থিরভাবে শুরু করা কিং শেষ ওভারে চালান তাণ্ডব। ইনিংসের শেষ পাঁচ বলেই হাঁকান বাউন্ডারি। এতেই লক্ষ্য পৌঁছে যায় শক্ত অবস্থানে। ৩১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৬ রান করেন কিং। 

এদিকে বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন নাহিদা ও সুলতানা। 

এ সম্পর্কিত আরও খবর