জোড়া সেঞ্চুরির পর হুড়মুড়িয়ে ধসে পড়ল শ্রীলঙ্কা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-22 16:39:15

সিলেট টেস্টে সেশনে সেশনে বদলাচ্ছে ম্যাচের গতিপথ। লঙ্কানদের ৫ উইকেট তুলে নিয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া আর কামিন্দুর ব্যাটে দ্বিতীয় সেশনে চলে লঙ্কান আধিপত্য। তৃতীয় সেশনে আবার বাংলাদেশ ম্যাচে ফেরে। ২১ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের ২৮০ রানে আটকে দেয় স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতেই পেসার খালেদ আহমেদের আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখে সফরকারীরা। ৫৭ রান স্কোরবোর্ডে তুলতেই অর্ধেক ব্যাটিং শেষ হয়ে যায় শ্রীলঙ্কার।

ধ্বংসস্তূপ থেকে লঙ্কানদের টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, তাকে সঙ্গ দেন কামিন্দু মেন্ডিস। তাদের দুজনের অবিশ্বাস্য দৃঢ়তায় শুরুর ধাক্কা তো কাটিয়ে ওঠেই শ্রীলঙ্কা, উল্টো চোখ রাখে বড় স্কোরে। বাংলাদেশের বোলারদের উপর দাপট দেখিয়ে দুজনই তুলে নেন সেঞ্চুরি।

তবে সেঞ্চুরি ছুঁয়ে সমান ১০২ রানেই সাজঘরের পথ ধরেন দু’জন। প্রথম দুই সেশনে খরুচে বোলিং করলেও শেষ সেশনে রুদ্ররূপে আবির্ভূত হন অভিষিক্ত নাহিদ রানা। গতিতে পরাস্ত করেন দুই সেঞ্চুরিয়ান কামিন্দু এবং ধনঞ্জয়াকে। ভাঙেন তাদের ২০২ রানের জুটি।

কামিন্দুকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে থামান, আর ধনঞ্জয়া ঢিমেতালে পুল করতে গিয়ে ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে। তাদের দু’জনকে ফিরিয়েই থামেননি নাহিদ। গতির ভেলকিতে প্রবাথ জয়সুরিয়াকেও ক্রিজে দাঁড়াতে দেননি এই ‘এক্সপ্রেস’ পেসার।

লেজের সারির বাকি দুই উইকেটের একটি ঝুলিতে পোরেন তাইজুল ইসলাম, অন্যটি রান আউট। শুরু আর শেষের মাঝখানে ধনঞ্জয়া আর কামিন্দুর জুটিতে পাওয়া রানই শেষ পর্যন্ত হয়ে থাকে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সম্বল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন দুই পেসার খালেদ আহমেদ এবং নাহিদ রানা।

এ সম্পর্কিত আরও খবর