এমন ধসের কথা ভাবনাতেও ছিল না কাবরেরার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-22 21:21:40

ফিলিস্তিনের বিপক্ষে বড় কোনো আশা নিয়ে মাঠে নামেনি বাংলাদেশ। প্রত্যাশা ছিল ‘ইতিবাচক’ কিছুর। প্রথম ৪০ মিনিট জামাল ভূঁইয়ারা সেয়ানে সেয়ানে লড়েছেন। ইতিবাচক কিছুর আশা তখন আরও প্রবল হচ্ছিল। কিন্তু এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। একে একে পাঁচ গোল হজম করে দেখতে হয় হারের মুখ।

দলের এমন হারে বিস্মিত খোদ কোচ হাভিয়ের কাবরেরাও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সে বিস্ময়ের কথা জানালেন কোচ, ‘আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে। কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে, তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো উড়ে যাই।’

প্রথমার্ধে গোলের সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী দলের বিপক্ষে এমনিতেই গোলের সুযোগ খুব বেশি আসে না, যা এসেছে তা কাজে লাগাতে না পারলে বিপদ অবশ্যম্ভাবী। কোচ অবশ্য তড়িঘড়ি কারো উপর দোষ চাপাতে চান না, ‘কোথায় ভুল হয়েছে সেটা এখন আমাদের বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন আমরা লড়াই করতে পারলাম না। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ।’

তবে মধ্যপ্রাচ্য দীর্ঘ সময় প্রস্তুতি নেয়ার পর যে এমন হার গলাধঃকরণ করা সহজ নয়, সেটাও উঠে এসেছে কোচের কথায়, ‘বিশেষ করে প্রথম ৪০ মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনোভাবে মেনে যাওয়া যায় না।’

অবশ্য এই হার নিয়ে খুব বেশি ভাবার সময় পাচ্ছে না বাংলাদেশ। ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফের ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে ফলটা সম্মানজনক রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে কাবরেরার শিষ্যরা।

এ সম্পর্কিত আরও খবর