ম্যাচ শেষ হতেই ব্যাটিং অনুশীলনে ব্যস্ত সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে তখন ট্রফি নিয়ে উদযাপনে ব্যস্ত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের অন্য ক্রিকেটাররা। তবে সাকিব আল হাসানকে তাদের মাঝে খুঁজে পাওয়া গেল না। সাকিব তখন ব্যাট-প্যাড নিয়ে ছুটলেন সেন্টার উইকেটের দিকে।

সিরিজ জয় উদযাপনের চেয়ে ব্যাটিং অনুশীলনকে এগিয়ে রাখলেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচে মাঠে নেমে যথাক্রমে ১ ও ২১ রান আসে তার ব্যাটে।

বিজ্ঞাপন

বল হাতে অবশ্য উজ্জ্বল ছিলেন সাকিব। চতুর্থ ম্যাচে শেষ ওভারে ২ উইকেট নিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন। সবমিলিয়ে দুই ম্যাচে ঝুলিতে পুরেছেন ৫ উইকেট। ওভারপ্রতি ছয়ের নিচে রেখেছেন ইকোনমি রেট।

তাই ম্যাচ শেষ হতেই ব্যাটিং অনুশীলনে মনোযোগী হতে দেখা গেল সাকিবকে। জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে চান তিনি।