মিরপুরে ধুঁকছে জ্যোতিরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-24 12:24:19

২০ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান। না এটা টেস্টের কোনো স্কোরকার্ড নয়। অজিদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশে নারী দলের ম্যাচের এই মুহূর্তের সংগ্রহ। শুরু দিকের ব্যাটার সোবহানা মোস্তারি ও মুরশিদা খাতুন উভয়েই খেলেছেন ২০ বল বা তার বেশি, সেখানে করেছেন যথাক্রমে ৩ ও ৫ রান। তবে তাদের ছাপিয়ে ওপেনার ফারজানা হক যেন বল বোঝাতেই করলেন ফিফটি, ৫২ বল খেলে করেছেন স্রেফ ৭ রান! সব মিলিয়ে সিরিজে ফেরা, সিরিজ বাঁচানোর এই ম্যাচের শুরুটা পুরোটাই ছন্নছাড়া স্বাগতিকদের। 

এদিন শুরুতেই জ্যোতি-ফারজানাদের মূলত স্পিন ঘূর্ণিতে ভোগালেন অজি বাঁহাতি স্পিনার সোফি মলিনিয়া। ১৮ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙার পর ২৭ রানে পৌঁছাতেই নেই আরও ৩ উইকেট। 

২২ গজের শুরুর এই চাপ সামলাতে ব্যাট করছে রিতু মনি ও ফাহিমা খাতুন। এদিকে এই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে স্বাগতিকদের।

আগের ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়ে সেভাবে সুবিধা করতে না পাড়ায় দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সেখানেও আগের ম্যাচেই মতোই ধুঁকছে নিগার সুলতানা জ্যোতির দল। 

এ সম্পর্কিত আরও খবর