রান রেকর্ড ও ছক্কা বৃষ্টির ম্যাচে সানরাইজার্সের জয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-28 00:43:28

ইনিংস শেষে স্কোরবোর্ডে ৩ উইকেটে ২৭৭ রান। আপনি যদি ম্যাচটা না দেখে থাকেন তাহলে প্রথম দেখায় আপনার এটাই মনে হবে ওয়ানডে হিসেবে সংগ্রহটা মন্দ নয়। তবে না, এটা কোনো ওয়ানডে ম্যাচের না টি-টোয়েন্টি ম্যাচের স্কোরকার্ড! অনন্য এক কীর্তি গড়ার দিনে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টুর্নামেন্টের রেকর্ড এই সংগ্রহ গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। কথায় আছে, নাকে তেল দিয়ে ঘুমানো। পাহাড় সমান এই লক্ষ্য গড়ে হায়দরাবাদের এমনই কিছু চিন্তা করাটাই যেন কার্যত। তবে নিশ্চিন্ত আর থাকা হলো কোথায়! মুম্বাইও একটা সময় পর্যন্ত জবাব দিয়েছে সমান তালে। শেষ দিকে এসে পান্ডিয়ারা হারিয়েছে ট্র্যাক। আর এতেই রেকর্ড সংগ্রহ গড়ার রাতে ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দরাবাদ। 

দুই দলের মোট ৫২৩ রানের রান বন্যার এই ম্যাচে মোট বাউন্ডারি হয়েছে মোট ৬৯টি। এর মধ্যে দল দুটি ছক্কাই হাঁকিয়েছে ৩৮টি। ২০ বার বাউন্ডার লাইন উড়িয়ে পার করে ছক্কার জয় মুম্বাইয়ের হলেও ম্যাচ জয় সানরাইজারদের। 

হায়দরাবাদের মাঠে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান তোলে হায়দরাবাদ। যা আইপিএলের ১৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল কোহলি-গেইলরা। যার এক দশক এপ্রিয়ে রেকদ এখন হায়দরাবাদের।

লক্ষ্য যখন বিশাল তখন ঝোড়ো শুরুর নেই বিকল্প। ঈশান কিষান ও রোহিত শর্মার ব্যাটে চড়ে শুরুটা তেমনই পেয়েছে মুম্বাই। দলীয় ৬৬ রানের মাথায় দুই ওপেনার সাজঘরে ফিরলেও রানের গতি ধরে ছিলেন তিলক ও নামান ধীর। রীতিমত তাণ্ডব চালিয়েছেন তিলক। ৩৪ বলে ২ চার ও ৬ ছক্কায় করেছেন দলীয় সর্বোচ্চ ৬৪ রান। 

১৪ ওভারেই সংগ্রহ পৌঁছে যায় ১৮২ রানে। শেষ ৬ ওভারে দরকার ৯৬ রান। তবে ১৫তম ওভারের প্রথম বলেই ফেরেন তিলক এবং ম্যাচ থেকেও যেন ছিটকে গেল তারা। শেষ পর্যন্ত রানের সেই গতি আর ধরে রাখতে পারেনি হার্দিক-ডেভিডরা। এতে পুরো ২০ ওভার খেলে ৫ উইকেটে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রানে। 

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চার-ছক্কার রীতিমত বন্যা বইয়ে দেন হায়দরাবাদের ব্যাটাররা। ব্যাটিং ঝড়ের শুরুটা আসে অস্ট্রেলিয়ার ২০২৩ বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেডের হাত ধরে। সেই ঝড়ের সুরে পরে তাল মেলান অভিষেক শর্মা, এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেন। 

দ্বিতীয় উইকেটে হেড-অভিষেকের ৬৮ রানের জুটিতে যেন সমান তালে রান তুলেছেন এই দুই বাঁহাতি ব্যাটার। হেড ২৪ বলে ৬২ রানে ফেরার পর অভিষেক ২৩ বলে করে ৬৩ রান। 

পরে চতুর্থ উইকেটে এসে রানের ঝড়ে আরও এক মাত্রা যোগ করে ক্লাসেন ও মার্করান। শেষ ৯ ওভারে ১১৬ রান যোগ করে দুই প্রোটিয়া সতীর্থ। সেখানে ৪২ রান করেন মার্করাম এবং ৩৪ বলে ৭ ছক্কায় ম্যাচে দলীয় সর্বোচ্চ ৮০ রান করেন ক্লাসেন। শেষে ম্যাচ সেরার খেতাব সাজে তরুণ অভিষেক শর্মার হাতেই।

সংক্ষিপ্ত স্কোরঃ

সানরাইজার্স হায়দরাবাদঃ ২৭৭/৩ (২০ ওভার) (ক্লাসেন ৮০*, অভিষেক ৬৩, হেড ৬২; চাওলা ১/৩)

মুম্বাই ইন্ডিয়ান্সঃ ২৪৬/৫ (২০ ওভার) (তিলক ৬, ডেভিড ৪২*, রোহিত ৩৪; কামিন্স ২/৩৫)

ফলঃ ৩১ রানে জয়ী সানরাইজার্স

ম্যাচসেরাঃ অভিষেক শর্মা

এ সম্পর্কিত আরও খবর