শেষ বিকেলে উইকেট হারাল বাংলাদেশ, পিছিয়ে ৪৭৬ রানে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-31 17:57:32

শেষ বিকেলে বাংলাদেশের উইকেট হারানোর অভ্যাসটা পুরনো। নয়তো শেষ বিকেলটা বাংলাদেশের হতেই পারত। যদি না দিনের মাত্র ৫ ওভার বাকি থাকতে লাহিরু কুমার বলে স্টাম্প ভাঙত মাহমুদুল হাসান জয়ের। এই ভুলের পর নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম অবশ্য কোনো ভুল করেননি। বাংলাদেশ দিনের খেলা শেষ করেছে ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৫৫ রান জমা করে। যদিও লঙ্কানদের থেকে এখনও বাংলাদেশ পিছিয়ে ৪৭৬ রানে। হাতে ৯ উইকেট।

অথচ এদিন ব্যাট হাতে বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের ইনিংসের সূচনা করেছিল ওপেনাররা। জাকির হাসান ও জয় দু’জনেই খেলছিলেন বেশ সাবলীল ভঙ্গিমায়। লঙ্কানদের গড়া বিশাল রান পাহাড়ে চাপে ভেঙে না পড়ে সহজাত ক্রিকেটটাই খেলতে চেয়েছিলেন দু’জনে। দেখে মনে হচ্ছিল শেষ বিকেলটা নিজেদের করে নেবেন দু’জনে। পরদিন ব্যাট করতে নেমে বাংলাদেশকে পথ দেখাবেন। স্বপ্ন দেখাবেন ঘুরে দাঁড়ানোর। তবে সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন কুমারা। তার পেস এবং সুংইয়ে পরাস্ত হয়েছেন জয়। লঙ্কানরা পেয়ে যায় উইকেটের দেখা।

অথচ এদিন ব্যাট হাতে বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের ইনিংসের সূচনা করেছিল ওপেনাররা। জাকির হাসান ও জয় দু’জনেই খেলছিলেন বেশ সাবলীল ভঙ্গিমায়। লঙ্কানদের গড়া বিশাল রান পাহাড়ে চাপে ভেঙে না পড়ে সহজাত ক্রিকেটটাই খেলতে চেয়েছিলেন দু’জনে। দেখে মনে হচ্ছিল শেষ বিকেলটা নিজেদের করে নেবেন দু’জনে। পরদিন ব্যাট করতে নেমে বাংলাদেশকে পথ দেখাবেন। স্বপ্ন দেখাবেন ঘুরে দাঁড়ানোর। তবে সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন কুমারা। তার পেস এবং সুংইয়ে পরাস্ত হয়েছেন জয়। লঙ্কানরা পেয়ে যায় উইকেটের দেখা।

এর আগে, প্রথম দিনে ৪ উইকেট খরচায় ৩১৪ রান করা লঙ্কানরা দ্বিতীয় দিনেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে। সেই সংগ্রহটাকে দ্বিতীয় দিনে পাঁচশ ছাড়িয়ে নিয়ে গেছে ডি সিলভা-কামিন্দুরা। লঙ্কানদের বিপক্ষে প্রথম সেশনে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। হারিয়েছে মাত্র ১ উইকেট। দ্বিতীয় সেশনে অবশ্য রানে লাগাম টানা গেছে। ৬৫ রান খরচায় তুলা গেছে ২ উইকেট।

এরপরও শেষ বিকেলে বাংলাদেশকে ভোগাচ্ছিল কামিন্দু মেন্ডিস। আগের টেস্টের জোড়া সেঞ্চুরিয়ান এদিনও ছিলেন সেঞ্চুরির পথে। তবে শেষ দিকে ব্যাটার না থাকায় ব্যাট হাতে দ্রুত রান তুলে সেঞ্চুরি আদায় করে নিতে চাইছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে সেটি হতে দেয়নি তারই সতীর্থ আসিথা ফার্নান্দো। রান আউটের শিকার হয়ে থামতে হয়েছে তাকে। সঙ্গে থামতে হয়েছে ৯২ রানে থাকা কামিন্দুকেও। আর তাতে লঙ্কানদের ইনিংস থেমেছে ৫৩১ রানে। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন সাকিব। দুটি উইকেট নিয়েছেন অভিষিক্ত হাসান মাহমুদ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
শ্রীলঙ্কা: ৫৩১; (মাদুষ্কা ৫৭, কারুণারত্নে ৮৬, কুসাল ৯৩, চান্দিমাল ৫৯, ডি সিলভা ৭০, কামিন্দু ৯২*; হাসান ২/৯২, সাকিব ৩/১১০)
বাংলাদেশ: ৫৫/১; (জয় ২১, জাকির ২৮*; কুমারা ১/৪)

এ সম্পর্কিত আরও খবর