ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-04-03 18:03:18

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির কথা মনে আছে? ফুটবলের মতো ক্রিকেটেও ছিল একটা চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত টানা ছয়টি আসর অনুষ্ঠিত হওয়ার পর বিলুপ্ত হয়ে যায় এই টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। দর্শকখরার কারণ দেখিয়ে এই টুর্নামেন্ট বন্ধ করা হয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ আবার ফিরতে পারে!

ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। মুম্বাইয়ে এক অনুষ্ঠানের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপের সময় কামিন্স জানান, ‘চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, ইসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে আলোচনা চলছে।’

তবে চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সময় বের করাটাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন এই ক্রিকেট নির্বাহী, ‘আসলে খেলার জন্য একটা উইন্ডো বের করার চেষ্টা করা হচ্ছে, কারণ বছরজুড়ে বিভিন্ন আইসিসি প্রতিযোগিতাও থাকে।’

এরপরই চমকপ্রদ তথ্য দিয়েছেন কামিন্স। প্রথমবারের মতো নারী চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আভাস দিয়ে তিনি বলেন, ‘প্রথম আসরটা মেয়েদের হতে পারে। ডাব্লিউপিএল, দ্য হান্ড্রেড ও ডাব্লিউবিবিএল (দলগুলোকে নিয়ে)।’

এ সম্পর্কিত আরও খবর