‘কোচ’ জাভির লাল কার্ড এবারই প্রথম নয়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-04-17 18:04:18

পেশাদার ক্যারিয়ারে ২২ বছর আর আট শতাধিক ম্যাচে কখনো সরাসরি রেড কার্ড দেখেননি। যে দুই বার দেখেছেন দুইবারই দুইটা ইয়োলো কার্ড মিলে হয়েছিলো রেড। অথচ সেই জাভিই কিনা গত আট মাসে বার্সার ডাগ আউটে বসে কোচ হিসেবে দেখেছেন তিন রেড কার্ড। সবশেষটা ক্যাম্প ন্যুতে পিএসজির বিপক্ষে ম্যাচের ৫৬ মিনিটে। 

খেলোয়াড়ি জীবনে মাত্র দুইবারই লাল কার্ড দেখেছেন বার্সা কিংবদন্তি। ২০০৮ সালের ৭ মে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুইটা হলুদ কার্ড দেখায় সিনিয়র স্টেইজে প্রথম লাল কার্ড দেখেন এই বার্সা স্টার।

পরের ঘটনা ২০১৮ এর এপ্রিলে। সেবার অবশ্য মাঠে ছিলেন না। কাতার কাপের ফাইনালে ডাগ আউটে ফেরার পর তর্কে জড়িয়ে প্রথম হলুদ কার্ড দেখেন। খানিক পরেই দ্বিতীয় হলুদ কার্ড দেখায় সেটা হয় রেড কার্ড।

২০২৩ সালের আগস্টে গেটাফের বিপক্ষে ড্র এর দিনে মেজাজ হারিয়ে ম্যানেজার হিসেবে প্রথম লাল কার্ড দেখেন। ২০২৪ এর মার্চে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে দেখেন কোচিং ক্যারিয়ারের দ্বিতীয় লাল কার্ড। আর সবশেষটা গতরাতেই।

এ সম্পর্কিত আরও খবর