বর্ষসেরা টেস্ট দলে বাংলাদেশের কেউ নেই

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 23:29:35

২০১৮ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজুর রহমান জায়গা পেলেও টেস্ট দলে নেই কোন বাংলাদেশি ক্রিকেটার। যদিও গত বছরটা মন্দ কাটেনি টাইগারদের। বছর জুড়ে সাদা পোশাকে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। কিন্তু বছর শেষে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সেরার তালিকায় নেই তারা।

ব্যাটিংয়ে মুমিনুল হক ও বোলিংয়ে তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ দাপট দেখিয়েছেন। ২০১৮ সালে ৭ টেস্টে ৪৩ উইকেট সাফল্যে বছরের অষ্টম সেরা বোলার ছিলেন স্পিনার তাইজুল। ৮ টেস্টে ৪১ উইকেট নিয়ে তার ধাপ নিচে মেহেদী হাসান মিরাজ। ৮ টেস্টে ৬৭৩ রান তুলেছেন মুমিনুল। বছরের সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহ তিনি। তারপরও সেরার তালিকায় জায়গা পান নি তারা।

মঙ্গলবার ঘোষিত আইসিসির বর্ষসেরা টেস্ট দলে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার রায়ে বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে উইকেটরক্ষক হিসেবে আছেন তারই সতীর্থ ঋষভ পন্ত। আছেন পেসার জসপ্রীত বুমরাহ। দলে নিউজিল্যান্ডেরও আছেন তিন ক্রিকেটার। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া , ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার আছেন একজন।

টেস্টে না থাকলেও ওয়ানডেতে আইসিসির বর্ষসেরা একাদশে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

আইসিসির বর্ষসেরা টেস্ট দল
টম ল্যাথাম (নিউজিল্যান্ড), দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক), হেনরি নিকোলস (নিউজিল্যান্ড), ঋষভ পন্ত (ভারত) (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), জসপ্রীত বুমরাহ (ভারত) ও মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)।

এ সম্পর্কিত আরও খবর