জাতীয় স্কুল ক্রিকেটের দুই ফাইনালিস্ট চূড়ান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-05-25 17:36:49

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ের ফাইনাল নিশ্চিত করেছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।

মিরপুরের সিটি ক্লাব মাঠে সকালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। আগে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান স্কোরবোর্ডে তোলে ২০১৯ সালের চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে মেহেদি ও জাহিদ। টার্গেট তাড়া করতে নেমে কুমিল্লা হাই স্কুলের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। শেষ উইকেট জুটিতে আলিফ হোসেনকে সাথে নিয়ে ব্যাটার আলিফ মাহমুদের দায়িত্বশীল ৪০ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস দলকে প্রথমবারের মতো নিয়ে যায় স্বপ্নের ফাইনালে। ম্যাচসেরা আলিম মাহমুদ বোলিংয়েও তুলে নেয় ২টি উইকেট। তুমুল লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটের জয় পায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ।

অন্য সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে টসে জিতে আগে ব্যাট করা চাঁদপুরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাটিং বিপর্যয়ে ৩৭.১ ওভারে মাত্র ৯৮ রান করে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নামা পিরোজপুর সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রথম দুই ব্যাটারকে শূন্য রানে ফেরানোর পাশাপাশি দ্রুত উইকেট হারিয়ে দিশেহারা ব্যাটিং লাইনআপে হাল ধরে ব্যাটার ওয়ালিদ। তার ব্যাট থেকে আসা অপরাজিত ৩৯ রান প্রতিরোধ গড়ে ম্যাচ জিতে নেয়। গতবারের রানারআপ দল গণি মডেল উচ্চ বিদ্যালয়কে ২ উইকেটে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।

আগামী ২৭ তারিখ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের ফাইনাল।

এ সম্পর্কিত আরও খবর