মান বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-05-25 21:04:50

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসভাগ্য এসেছে বাংলাদেশের পক্ষে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে সহযোগী দেশের কাছে এমন সিরিজ হারে বিব্রত বাংলাদেশ ক্রিকেট। আজ সিরিজের শেষ ম্যাচে অন্তত সান্ত্বনার একটা জয় পেতে চান সাকিব-শান্তরা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরে বসে বাংলাদেশ। পরের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ভাগ্য হাসেনি বাংলাদেশের। ৬ রানের হারে সিরিজ খোয়াতে হয় সফরকারীদের।

প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর লিটন দাস একাদশে জায়গা হারিয়েছিলেন। তবে এক ম্যাচ পরই আবার একাদশে ডাক পড়েছে তার। উইকেটরক্ষক জাকের আলী অনিকের জায়গায় একাদশে ফিরেছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা হাসান মাহমুদকেও এই ম্যাচে সুযোগ করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ

যুক্তরাষ্ট্র একাদশ

অ্যারন জোনস (অধিনায়ক), আন্দ্রিস গউস, কোরি অ্যান্ডারসন, জাসদীপ সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শাডলি ফন শকউইক ও শায়ান জাহাঙ্গীর

এ সম্পর্কিত আরও খবর