বিতর্কিত গোলে ভারতকে হারাল কাতার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-12 15:55:51

বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে যেতে নিজেদের শেষ ম্যাচে কাতারকে হারানো ছাড়া বিকল্প ছিল না ভারতের কাছে। সেই পথেই এগোচ্ছিল ভারত, প্রথম গোলটাও করে ফেলেছিল। কিন্তু জয়ের খুব কাছে যেয়েও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। বিতর্কিত গোলে ৭৩ মিনিটে সমতায় ফেরা কাতার ৮৫ মিনিটে ফের গোল করে ভারতকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে।

তবে ভারত-কাতার ম্যাচের মূল আলোচনা এখন ম্যাচের ৭৩ মিনিটে হওয়া গোলটি নিয়ে। এ সময় ইউসেফ আয়মেনের হেড ভারতের গোলরক্ষকের হাতে লেগে গোল লাইন ক্রস হয়ে যায়। ভারত ধরে নেয় বলটি খেলার বাইরে চলে গেছে। যদিও তখনও বাঁশি বাজাননি রেফারি। পরে গোলরক্ষকের পেছন থেকে বলটি টেনে আনেন আল হাসান। যা পরে জালে জড়ান ইউসেফ আয়মেন। এসময় ভারতের ফুটবলাররা কার্যত দাঁড়িয়ে থেকে দেখেছেন খেলা। তাদের ধারণাও ছিল না রেফারি এটাকে গোল বলে সিদ্ধান্ত দিতে পারেন।

পরে এই গোল নিয়ে মাঠেই কড়া আপত্তি জানায় ভারতীয় ফুটবলাররা। তর্কে জড়ায় রেফারির সঙ্গে। এ নিয়ে প্রধান রেফারি বাকি দুই সহকারী রেফারির সঙ্গে পরামর্শ করলেও শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। রেফারির এমন সিদ্ধান্তে কাতার সমতায় ফিরলে হাল ছেড়ে দেয় ভারত। শেষটায় ম্যাচের ৫ মিনিট বাকি থাকতে আরও এক গোল হজম করে বসে তারা। আহমেদ আল রাওয়ির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে কাতার।

গ্রুপ ‘এ’ থেকে সবচেয়ে বেশি ১৬ পয়েন্ট নিয়ে কাতার উঠে যায় বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে। এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে কুয়েত। ৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেছে ভারত।

এ সম্পর্কিত আরও খবর