শেষ হলো ৮ম এশিয়ান গোজোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপ

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-15 19:09:00

ভারতের পুনেতে সম্পন্ন হলো এশিয়ান গোজোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপ। এটি ছিল এই টুর্নামেন্টের অষ্টম আসর। যেখানে কাজাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, নেপাল ও বাংলাদেশ অংশগ্রহণ করেছিল। স্বাগতিক ভারত এখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

পুনেতে শিবাজি ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এই আসরটি আয়োজিত হয়েছিল। প্রায় চারশত প্রতিযোগীর মধ্যে ভারত চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও নেপাল দ্বিতীয় এবং বাংলাদেশ তৃতীয় অবস্থান আদায় করে নিয়েছে। বাংলাদেশ গোজোরিউ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে বাংলাদেশের এবারের দলটি এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে।

গোজোরিউ কারাতেতে অবদানের জন্য এজিকেএফ কর্তৃক এশিয়ার জেনারেল সেক্রেটারি হানসি খালেদ মনসুর চৌধুরীকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন। কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের নবম এশিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক হবে শ্রীলঙ্কা এবং ২০২৬ সালের ১০ম এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাংলাদশে অনুষ্ঠিত হবে।

সদ্য শেষ হওয়া আসরে বাংলাদেশ দলে যারা ছিলেনঃ হানসি খালেদ মনসুর চৌধুরী, শাহিদা আক্তার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নেয়ামত হোসেন, মিথিলা আফরোজ, সানজিদা আক্তার ও ফাইকা হোসেন।

এ সম্পর্কিত আরও খবর