সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-19 20:16:10

সুপার এইটের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ দাঁড় করানোটাই এখন দক্ষিণ আফ্রিকার বড় চ্যালেঞ্জ। দু’দলের একাদশেই পরিবর্তন এসেছে একটি করে।

এর আগে, গ্রুপপর্বে এবারের বিশ্বকাপের অন্যতম চমক হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। গ্রুপপর্বে দলটি হারিয়েছে কানাডা ও পাকিস্তানের মতো শক্তিশালী দলকে। ভারতের বিপক্ষেও দুর্দান্ত লড়াই করেছিল দলটি। স্বাভাবিকভাবেই তাই এই ম্যাচে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।

দক্ষিণ আফ্রিকা অবশ্য গ্রুপপর্বে কোনো ম্যাচেই হারেনি। চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা। তবে সেখানে ভাগ্যেরও সহায়তা আছে। তিনটি ম্যাচে তো হারতে হারতেও শেষ পর্যন্ত জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিল দলটির বোলাররা। এ ম্যাচে তাই বোলিংয়ে বাইরে ব্যাটসম্যানদের রানে ফেরার প্রত্যাশায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা তাদের সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ দিয়েছেন ওটিনেইল ব্রাটম্যানকে। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন কেশব মহারাজ। অন্যদিকে স্কোয়াডে একজন বাড়তি স্পিনার হিসেবে নস্টুশ কেনজিগে একাদশে যোক্ত করেছে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি।

যুক্তরাষ্ট্র একাদশ: শায়ান জাহাঙ্গীর, স্টিভেন টেলর, অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স (অধিনায়ক), নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জসদীপ সিং, নস্টুশ কেনজিগে, আলী খান, সৌরভ নেত্রাভালকার।

এ সম্পর্কিত আরও খবর