যুক্তরাজ্যে তীব্র তুষারপাত, লিভারপুল-ইউনাইটেড ডার্বি হবে তো?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রিমিয়ার লিগে আজ বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো টেবিল টপার লিভারপুলের। তবে সে ম্যাচটাকে চোখ রাঙ্গাচ্ছে বৈরী আবহাওয়া।

উত্তর ইংল্যান্ডে রোববার সকাল থেকে তুষারপাতের কারণে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। যার ফলে রবিবার সকাল থেকে দুপুর অব্দি ম্যানচেস্টার এবং লিভারপুলের বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল, পাশাপাশি আজ বিকেলে ওই অঞ্চলে শিলা বৃষ্টি সহ তীব্র বেগে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন আবহাওয়ার কারণে যথাসময়ে ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছিলো অনিশ্চয়তা।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে ১৮ ম্যাচে ১৪টি জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অল রেডরা। যেখানে ২৩ পয়েন্টের ব্যবধানে মাত্র ২২ পয়েন্ট নিয়ে তালিকার ১৪তম অবস্থানে আছে ম্যান ইউনাইটেড।

তবে শেষ পাওয়া খবরে জানা গেছে বৈরী আবহাওয়া থাকলেও যথাসময়ে ম্যাচ মাঠে গড়াবে। আজ দুপুরে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এরপর লিভারপুল জানিয়েছে, ‘আজকের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়া পরীক্ষা করার পর এটি দর্শকদের জন্য নিরাপদ বলে জানিয়েছে ইউনাইটেডও। তারা জানিয়েছে, ‘আমরা এটি পরীক্ষা করে দেখেছি, আবহাওয়া বর্তমানে দর্শকদের জন্য নিরাপদ বলে মনে করছি।’

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে বাজে আবহাওয়ার কারণে একাধিকবার পরিবর্তন হয়েছে ম্যাচ সূচি। গত ডিসেম্বরে লিভারপুল ও এভারটনের ম্যাচটিও স্থগিত করা হয়েছিলো আবহাওয়ার কারণে। অবশ্য সেবার ঘূর্ণিঝড় ড্র্যাগোর কারণে ম্যাচ শিডিওলে পরিবর্তন এনছে বলে জানিয়েছিলো লিগ কতৃপক্ষ।