২ ওভারে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-21 08:35:03

ইনিংসের তৃতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। তবে সেই চাপ অনেকটাই সামলে নিয়েছিল লিটন-শান্ত জুটি। ইনিংসের অষ্টম ওভারে জুটির ফিফটি পুরো করে তারা এগোচ্ছিল আরও ভালো কিছুর দিকেই। তবে অষ্টম ওভারে অ্যাডাম জ্যাম্পার বলে বোল্ড হয়ে ফিরলেন লিটন। পরের ওভারে ফিরলেন ব্যাটিং লাইন আপ বদলে চারে নামা রিশাদ হোসেনও। এতে ইনিংস মাঝে আরও একবার চাপে শান্তরা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ অভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান। অধিনায়ক শান্ত অপরাজিত আছেন ৪০ রানে।  

শুরুতেই তানজিদ খালি হাতে ফেরার পর ২২ গজে নেমে রানের চাকা সচল রাখার দায়িত্ব নেন শান্ত এবং লিটন এগোচ্ছিলেন কিছুটা ধীরগতিতে। তবে বড় শট খেলতে ভুগছিলেন কিছুটা অস্বস্তিতে। সেই অস্বস্তি নিয়েই দলীয় ৫৮ রানের মাথায় ফেরেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যক্তিগত খাতায় ২৫ বলে যোগ হয়েছে ১৬ রান। 

এদিকে রান রেট বাড়াতে ব্যাটিং অর্ডার বদলে ফ্লোটারের ভূমিকায় নামেন রিশাদ। তবে তা কাজে দিল না খুব একটা। কেবল ২ রান করে আরেক স্পিনার ম্যাক্সওয়েলের বলে ফিরলেন তিনি। 

এর আগে ম্যাচের শুরুতে বৃষ্টি নামায় টসে হয়েছে ১৫ মিনিটের বিলম্ব। তবে ম্যাচ শুরু হয়েছে যথাসময়েই।

এ সম্পর্কিত আরও খবর