রিশাদকে কেন খেলানো হচ্ছে না, জানাল বরিশাল 

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের দলের এই পরাজয়ের পর আলোচনায় এসেছে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে একাদশে না রাখা। জাতীয় দলের নিয়মিত সদস্য রিশাদ এখনও বিপিএলে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। বরিশালের শক্তিশালী স্কোয়াডে তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন অনেকে।  

রংপুরের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে রিশাদকে না খেলানোর বিষয়ে প্রশ্ন উঠলে বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ বোলারদের মধ্যে একজন। কম্বিনেশনের জন্য হয়ত রিশাদ খেলছে না। তবে মাত্র ২ ম্যাচ গেলো। আমাদের প্ল্যানে অবশ্যই রিশাদ আছে।’  

বিজ্ঞাপন

রিশাদ হোসেনের বিগ ব্যাশে খেলার সুযোগ থাকলেও বিপিএলের সূচি সাংঘর্ষিক হওয়ায় বিসিবি তাকে অনুমতি দেয়নি। ফলে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন পূরণ হয়নি তার।  

এ প্রসঙ্গে কোচ বাবুল বলেন, ‘দেখেন সবাই পেশাদার প্লেয়ার। সবার আগে টিম ফার্স্ট। টিম কী চিন্তা করবে, টিম কী কম্বিনেশনে খেললে দল জিতবে। আজ রাতের ম্যাচ ছিল, অন্য কম্বিনেশন করতে গিয়ে রিশাদের খেলা হচ্ছে না। মাত্র ২ ম্যাচ হল, অনেক সময় বাকি আছে। রিশাদ অবশ্যই খেলবে, রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার।’

বিজ্ঞাপন