১৭০ করা উচিত ছিল মনে করেন শান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-21 13:16:19

সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪০ রানে থামার পর বৃষ্টি আইনে ২৮ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। এমন পুঁজি নিয়ে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতা যায় না তা মানছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যা নিয়েই ম্যাচ শেষে আক্ষেপ করেছেন তিনি। তবে বার্তাও দিয়ে রেখেছেন পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ ভারতকে।

উইকেট নিয়ে শান্ত বলেন, ‘উইকেটটা ভালো ছিল, তবে একটু মন্থর ছিল। যদিও আমি মনে করি, আমাদের অন্তত ১৭০ করা দরকার ছিল।’

এদিন চার নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে রিশাদ হোসেনকে। হঠাৎ তাওহিদ হৃদয়, সাকিব, মাহমুদউল্লাহকে রেখে রিশাদ কেন। তার কারণ হিসেবে শান্ত বলেন, ‘এই ধরনের দলের বিপক্ষে খেললে আপনাকে ঝুঁকি নিতেই হতো। আমরা আজ তাই করেছি রিশাদকে ৪ নম্বরে এনে। সে একজন বিগ হিটার, তাকে দিয়ে স্পিনারদের সামলাতে চেয়েছিলাম আমরা। সে সেই পরিকল্পনাটা সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি।’

দীর্ঘ রান খরার পর আজ ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন শান্ত। ৩৬ বলে করেছেন ৪১ রান। নিজের পারফর্ম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘আমি এখন পর্যন্ত ভালোই করছি। এখানে খেলাটা বেশ উপভোগ করছি। তবে আমার মনে হয় আরও একটু ভালো আমি করতে পারি।’

বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে জিততেই হবে বাংলাদেশকে। যা নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী শান্ত। বলেন, ‘আজ যেমন টপ অর্ডার রান পেয়েছে, সেটা দলের জন্য গুরুত্বপূর্ণ। এটা অনেক বড় একটা বুস্ট দেবে। আশা করছি বোলাররা তাদের ফর্মটা ধরে রাখবে। ভারতের বিপক্ষে দারুণ একটা ম্যাচের অপেক্ষা করছি আমরা।’

এ সম্পর্কিত আরও খবর