টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-22 20:08:05

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজকের ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা-মরার। কারণ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অজিদের কাছে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আজকেও ভারতের সঙ্গে হারলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে বাংলাদেশের। সেমিরাশা জিইয়ে রাখতে আজ জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের কাছে।

অপরদিকে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছেন রোহিত-কোহলিরা। আজকেও জয় পেলে সেমিফাইনাল এক পা দিয়েই ফেলবে তারা। তাই জয়ের উদ্দেশ্যেই মাঠে নামছেন রোহিতরা।

বাংলাদেশ একাদশঃ তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান 

এ সম্পর্কিত আরও খবর