বছরের প্রথম দিনে টিভিতে যতো খেলা
১ জানুয়ারি, ২০২৫
ক্রিকেট
১ জানুয়ারি, ২০২৫
ক্রিকেট
হার দিয়ে শুরু হয়েছিল মিশন। এরপর দুর্দান্ত দক্ষতায় ঘুরে দাঁড়িয়েছে চিটাগং কিংস। তুলে নিয়েছে টানা তিন জয়! বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে এসেছে চিটাগং কিংস।
২০৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৭৩ রানেই থামে সিলেট। আর তাতেই টানা তিন জয় তুলে নিলো খুলনার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বন্দর নগরীর দলটি। টানা দুই ম্যাচ জয়ের পর হারল স্বাগতিক সিলেট।
তাড়া করে জিততে হলে দুর্দান্ত ব্যাটিং করতে হতো সিলেটকে। ইনিংসের দ্বিতীয় বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন আইরিশ ব্যাটার পল স্টারলিং। ৩৬ রানের মাথায় আলিস আল ইসলামের বলে ব্যাক্তিগত ২৫ রানে আউট হন আগের দুই ম্যাচে ম্যাচসেরা হওয়া জাকির হাসান। রনি তালুকদারও ফেরেন ৭ রান করে। পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে আর ম্যাচে ফেরা হয়নি সিলেটের। সিলেটের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন জর্জ মানসি। জাকের আলীর ২৩ বলে ৪৭ রানের দূর্দান্ত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
চিটাগংয়ের হয়ে মোহাম্মাদ ওয়াসিম নেন তিন উইকেট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক আরিফুল হক। ব্যাটিংয়ে নেমে ৩২ রানের মাথায় প্রথম উইকেট হারায় চিটাগং। তানজিম হাসান সাকিবের বলে ব্যাক্তিগত ৭ রান করে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন।
এরপর ক্লার্ককে নিয়ে আরেক ওপেনার উসমান খান গড়েন ৬৮ রানের জুটি। দলীয় ১০০ রানের মাথায় আরিফুলের বলে আউট হন উসমান। ৮ চার ও ১ ছয়ে তার ব্যাট থেকে আসে ৫৩ রান।এছাড়া অধিনায়ক মিথুন আলীর ব্যাট থেকে আসে ১৯ বলে ২৮ রান।
শেষে হায়দার আলীর ঝড়ো ব্যাটিংয়ে ২০০ পার করে চিটাগং। ১৮ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন এ ব্যাটার।
সিলেটের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন বোলার তানজিম সাকিব। নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া ও আরিফুল হক নেন একটি করে উইকেট।
ঘরের মাঠে যাওয়ার আগে চিটাগং কিংসের হ্যাটট্রিক জয় টুর্নামেন্টে তাদের ভালো কিছু করার স্বপ্ন দেখাচ্ছে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। প্লেয়ার্স ড্রাফপে পেশোয়ার জালমির কিনে নিয়েছে সময়ের আলোচিত এই পেস বোলারকে।
পাকিস্তান সুপার লিগে গোল্ড ক্যাটাগরিতে দল পেয়েছেন নাহিদ রানা।
প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তবে আজ ড্রাফটের প্রথম ডাকে অবিক্রিত থাকলেন দুজনই।ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। যদিও তাদের কেউই এখন অব্দি দল পাননি।
আজ সোমবার লাহোর দুর্গের হুজুরি বাগে চলছে পিএসএল চলতি মৌসুমের নিলাম। যেখানে গোল্ডেন ক্যাটাগরিতে তালিকাভুক্ত থেকে দল পেয়েছেন নাহিদ।
পিএসএল ড্রাফটে ১৯টি দেশ থেকে ৫১০ জন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন, যার মধ্যে বাংলাদেশ থেকে ৩৯ জন ক্রিকেটার রয়েছেন।
প্লাটিনাম ক্যাটাগরির পাশাপাশি, ৫জন বাংলাদেশি খেলোয়াড় ডায়মন্ড ক্যাটাগরিতে, ১১ জন গোল্ড ক্যাটাগরিতে, এবং ২১ জন সিলভার ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। ড্রাফটের প্রাথমিক রাউন্ডে, ফ্র্যাঞ্চাইজিগুলি প্লাটিনাম ক্যাটাগরি থেকে খেলোয়াড় নির্বাচন করার সুযোগ পেয়েছিল। ডেভিড ওয়ার্নার, টম কোহলার-কেডমোর, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, এবং মাইকেল ব্রেসওয়েলরা দল পেয়েছেন।
এবার পিএসএল শুরু হবে ৮ এপ্রিল। ফাইনাল ১৯ মে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে জায়গা পেয়েছেন পেসার আনরিখ নর্কিয়া এবং লুঙ্গি এনগিডি। এই দুই পেসারের পাশাপাশি অলরাউন্ডার উইয়ান মুলডার এবং কেশভ মহারাজ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক না পেলেও এবার স্কোয়াডে ফিরেছেন।
গত জুনে বারবাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের পর থেকে দলের হয়ে আর মাঠে নামেননি নর্কিয়া। যেখানে তিনি ৯ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট-শিকারী ছিলেন। গোড়ালির ইনজুরির কারণে গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ মাঠের বাইরে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠায় দলে ডাক পেয়েছেন।
নভেম্বরে ইনজুরির কারণে বাদ পড়েছিলেন এনগিডি। তবে এবার দলে জায়গা পেয়েছেন তিনি। বাদ পড়েছেন অলরাউন্ডার আন্দিলে ফেহলুকওয়াইও, কোরবিন বশ ও বা হাতি স্পিনার বিজর্ন ফোর্টুইন।
প্রধান কোচ রব ওয়াল্টার খুশি যে তারা গত বিশ্বকাপ স্কোয়াডের মূল খেলোয়াড়দের ধরে রাখতে পেরেছেন। তিনি বলেন,‘আমরা আমাদের ২০২৩ বিশ্বকাপ স্কোয়াডের মূল গ্রুপটি ধরে রাখতে পেরেছি, একই সাথে নতুন প্রতিভা যোগ করেছি। এই স্কোয়াডে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, যেখানে অনেক খেলোয়াড় চাপের মধ্যেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে। এমন অভিজ্ঞতা অমূল্য।
আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তাদের গ্রুপে আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকা দল-
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন।
দুপুরে ঘোষণা করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল। বাজে ফর্মের কারণে লিটন দাস বাদ পড়েন দল থেকে। সেদিন বিকালেই তার ব্যাটে রেকর্ড গড়া এক সেঞ্চুরি। লিটন দাসের আক্ষেপটা একটু বেশিই হবে। ফর্মে ফিরতে যে বড্ড দেরী করে ফেললেন! তবে বাস্তবতা মেনে নিয়েছেন এ ব্যাটার। জানিয়েছেন, বাজে ফর্মের কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
গত রোববার বিকালে দূর্বার রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ১২৫ রানের ইনিংস খেলেন লিটন। তাতে অবশ্য ভাগ্য বদলায়নি এই ব্যাটারের। তার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়ে গেছে।
দল থেকে বাদ পরা নিয়ে লিটন বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন আমার হাতে নেই। নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছে কে খেলবে আর কে খেলবে না। আমার কাজ পারফর্ম করা যা আমি করতে ব্যর্থ হচ্ছিলাম।অবশেষে ভালো কিছু করতে পেরেছি। তবে এটা এখন অতীত। আমি শূন্য থেকে শুরু করতে চাই। আমি কঠোর পরিশ্রম করে যেতে চাই। দেখা যাক সামনে কি হয়।’
লিটন আরও যোগ করে বলেন, ‘এটা আমিই নিজেও জানি কেন আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আমাকে বাদ দেওয়া হয়েছে কারণ আমি পারফর্ম করতে পারছিলাম না।’
শেষ ৭ আন্তর্জাতিক ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি লিটন। তার সর্বশেষ অর্ধশতক এসেছিল ২০২৩ সালের অক্টোবরে। বিপিএলেও বাজে ভাবে শুরু করেছিলেন। শেষ ২ ইনিংস বাদ দিলে তার আগের ৪ ইনিংসে তার রান ছিল মাত্র ৪২।
লিটন বলেন, ‘ভালো করলে মানুষ সমর্থন করবে,খারাপ করলে সমালোচনাও করবে। এগুলো নিয়ে আমি ভাবতে চাই না। নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি শুধু আমার খেলায় উন্নতি করতে চাই।আর তার জন্য আমাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।’
রাজশাহীর সঙ্গে ১৪৯ রানের জয় পরবর্তীতে ঢাকা ক্যাপিটালসকে ভালো করার আত্মবিশ্বাস এনে দেবে বলে মনে করেন লিটন। ৭ ম্যাচে মাত্র ১ জয়ে তার দল আছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে।