পেনাল্টি মিস করে হতাশ রোনালদো যা বললেন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-07-02 13:31:23

স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৩-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। তবে ম্যাচটা টাইব্রেকার অবধি যেতই না যদি না পেনাল্টিতে গোল মিস করতেন দলের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এমন মিসের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েছেন রোনালদো। যদিও শেষ পর্যন্ত জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে পেরেছেন তিনি। আর সেটা সম্ভব হয়েছে ডিয়োগো কস্তার কারণে। টাইব্রেকারে তিনটি শট ঠেকিয়ে দিয়ে স্লোভেনিয়াকে হারিয়ে দিয়েছেন তিনি একাই। এমন দিনে পেনাল্টি মিস নিয়ে কথা বলেছেন রোনালদো।

ম্যাচ নিয়ে রোনালদো বলেন, ‘বিষণ্ণতায় শুরু হলেও আমাদের শেষটা হয়েছে আনন্দ নিয়ে। আর এটাই ফুটবল। কিছু মুহূর্ত আসে যা অবর্ণনীয়।’

পেনাল্টি মিস নিয়ে রোনালদোর বলেন, ‘একটি সরাসরি শট থেকে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি নিজেকে পরিচালনা করতে পারিনি। ইয়ান ওবলাক ভালো সেভ করেছেন..এটা আমাকে আবার দেখতে হবে। আমার শটে ঠিক কোথায় ভুল ছিল জানি না। তবে আমি সারা বছরে একবারও মিস করিনি। অথচ যখন আমার এটির সবচেয়ে বেশি প্রয়োজন, ওবলাক এটি ঠেকিয়ে দিয়েছে।’

জয়ের কৃতিত্বটা পুরো দলকে দিলেও কস্তাকে আলাদাভাবে প্রশংসা করেছেন রোনালদো। রোনালদো বলেন, ‘আমি মনে করি পর্তুগালের এই জয় প্রাপ্য। কারণ মাঠে আমাদের কর্তৃত্ব ছিল। স্লোভেনিয়া প্রায় পুরো খেলাটাই রক্ষণে কাটিয়েছে। যা আমাদের গোল পাওয়া কঠিন করে তুলেছে। পুরো দলকে অভিনন্দন জানাতে হবে, তবে বিশেষ করে আমাদের গোলরক্ষক যিনি তিনটি খুব ভালো সেভ করেছেন, তার কথা না বললেই নয়।’

পেনাল্টি মিস করে হতাশ হয়ে পড়া নিয়ে রোনালদোর বলেন, ‘এটা ফুটবল, যে ব্যর্থ হয় সে-ই চেষ্টা করে। তবে হ্যাঁ, অবশ্যই এটা হতাশার যখন আমরা গোল করতে পারি না। কিন্তু দিনশেষে এটাই ফুটবল। তবে আমি ইতিমধ্যেই এটি (পেনাল্টি মিস) ভুলে গেছি। কারণ শেষ ফলাফলটি আমাদের পক্ষেই ছিল, আমরা জিতেছি। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাছাড়া কখনও কখনও পেনাল্টি স্কোর করা কঠিন। আমি আমার ক্যারিয়ারে ২০০ এর বেশি পেনাল্টিতে গোল করেছি। ফুটবলকে কখনও কখনও ন্যায্য হতে হয় এবং আজ এটি ন্যায্য ছিল। কারণ আমি মনে করি পর্তুগাল জয়ের যোগ্য ছিল।’

এ সম্পর্কিত আরও খবর