তাসকিনের ঘুম কাণ্ড প্রসঙ্গে যা বললেন সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-02 20:01:08

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফর শেষ করে শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরমধ্যেই হঠাৎ করেই আলোচনায় এসেছে তাসকিন আহমেদের নাম। বিশ্বকাপে সুপার এইটের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে একাদশে ছিলেন না এই টাইগার পেসার। তার না থাকার কারণ ছিল ঘুম। যা নিয়েই এখন হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। বিতর্কিত এই আলাপে এবার নিজের মত দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে কেন একাদশে ছিলেন না তাসকিন আহমেদ? সত্যিই কি সেদিন ঘুমের কারণে টিম বাস মিস করেছিলেন তাসকিন? এসব নিয়ে সাধারণ জনগণের মধ্যে ভিন্নধর্মী আলোচনার জন্ম নিয়েছে, তাসকিনকেও হতে হচ্ছে সমালোচিত। বিষয়টি পরিষ্কার করতে এবার এটি নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব। তাসকিনের ঘুম কাণ্ডের বিষয়টির সত্যতাও নিশ্চিত করেছেন তিনি।

ঠিক কি হয়েছিল ওই দিন? তা নিয়ে সাকিব বলেন, ‘টিমের বাস একটা নির্দিষ্ট সময়ে ছাড়ে। ক্রিকেটে আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলস, নরমালি বাস কখনোই অপেক্ষা করে না। কেউ হয়ত এরকম মিস করলে পরে গাড়ি নিয়ে আসে বা ম্যানেজারের গাড়ি থাকে বা ট্যাক্সি থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা, সেখানে পরিবহনের সাপোর্ট অনেক কঠিন ছিল।’

তাসকিন টিম বাস মিস করলেও পরে ম্যাচে নামার আগে তাসকিনকে দেখা গেছে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য বাকি ক্রিকেটারদের সঙ্গে লাইনে দাঁড়াতে। তাসকিন তাহলে ঠিক কখন মাঠে এসেছিল? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘যখন তাসকিন পৌঁছেছিল মাঠে, তখন অলমোস্ট টস হওয়ার ৫-১০ মিনিট আগে। ম্যাচের খুব কাছাকাছি সময়ে। স্বাভাবিকভাবে ওই সময়ে কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। কোন অবস্থাতে থাকে এরকম পরিস্থিতিতে একজন খেলোয়াড়, তার জন্যেও বিষয়টা কঠিন।’

তাসকিন বিষয়টি নিয়ে পরে বাকিদের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানান সাকিব। বলেন, ‘স্বাভাবিকভাবে তাসকিন পরে পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে। সবাই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, অনেক সময় না চাইতেও ভুল হয়। এই ভুল সবারই হয়ে থাকে। সে বিষয়টা স্বীকার করেছে এবং তারপর ওখানে শেষ হয়ে গেছে।’

এ সম্পর্কিত আরও খবর