এলপিএলে গেলেন শরিফুল 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-03 13:19:39

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের ড্রাফটে দল পেয়েছিলেন না পেসার শরিফুল ইসলাম। তবে আসরের একদম শুরুতেই হঠাতই পেলেন ডাক। এলপিএলের আগের আসরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে এবার আর তাদের হয়ে নয়, ডাক পেলেন ক্যান্ডি ফ্যালকনসে। 

পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ফ্যালকনসের হয়ে খেলবেন শরিফুল। শ্রীলঙ্কার উদ্দেশ্যে আজ (বুধবার) রওনা হওয়ার কথা রয়েছে ২৩ বছর বয়সী এই পেসারের। 

এদিকে ইতিমধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদ। মুস্তাফিজ ও হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। এদিকে তাসকিন আছেন শরিফুলের সাবেক দল কলম্বো স্ট্রাইকার্সে। 

শরিফুলের এবারের দল, ফ্যালকনস ইতিমধ্যেই খেলে ফেলেছে দুটি ম্যাচ। সেখানে একটিতে জয়ে তারা আছে তালিকার তিনে। 

চলতি মাসে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পা করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব ইতিমধ্যেই দেশ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। সেখান থেকে ফিরবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। এদিকে শরিফুলও এলপিএল শেষ করে ফিরবেন কানাডার লিগটিতে। যেখানে দল পেয়েছেন সাইফউদ্দিন, রিশাদরা।  

এ সম্পর্কিত আরও খবর