ইউরোর শেষ আটে কে কার মুখোমুখি? 

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-03 14:12:19

গত রাতেই কোয়ার্টার ফাইনালের শেষ দল দুটি পেয়ে গেছে ইউরোর চ্যাম্পিয়নশিপের এবারের জার্মানি আসর। রোমানিয়াকে  ৩-০ ব্যবধানে উড়িয়ে শেষ আটে পৌঁছেছে নেদারল্যান্ডস। এদিকে শেষ ষোলো পর্বের শেষ ম্যাচে দাপুটে অষ্ট্রিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আসরের শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে তুরস্ক। 

আট দল নিয়েই তাই ইউরো পেয়ে গেছে তাদের সেমিতে ওঠার লড়াইয়ের লাইন-আপ। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটিই তর্কসাপেক্ষে আসরের এখন পর্যন্ত সবচেয়ে জমজমাট ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচটি আসরে দারুণ ছন্দে থাকা স্পেন ও স্বাগতিক জার্মানির বিপক্ষে। ম্যাচটি শুরু হবে আগামী ৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১০ টায়। 

এদিকে একই দিন দিবাগত রাত ১টায় নামবে পর্তুগাল ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচ ইংল্যান্ড-সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস-তুরস্কের মধ্যে। 

এক নজরে দেখে নিন ইউরোর কোয়ার্টার ফাইনালের পূর্ণাঙ্গ সূচি। 

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

৫ জুলাই

রাত ১০টা

জার্মানি-স্পেন

স্টুটগার্ট          

৬ জুলাই

রাত ১টা

পর্তুগাল-ফ্রান্স 

হামবুর্গ

৬ জুলাই

রাত ১০টা

ইংল্যান্ড-সুইজারল্যান্ড            

ডুসেলডর্ফ

৭ জুলাই

রাত ১টা

নেদারল্যান্ডস-তুরস্ক            

বার্লিন

এ সম্পর্কিত আরও খবর