ইউরোর কোয়ার্টার ফাইনাল ছাড়াও টিভিতে যা দেখবেন আজ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-06 10:11:09

ইউরোর শেষ দুই কোয়ার্টার ফাইনাল হবে আজ। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

ইউরো
ইংল্যান্ড-সুইজারল্যান্ড
রাত ১০টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস টেন ২

নেদারল্যান্ডস-তুরস্ক
রাত ১টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস টেন ২

কোপা আমেরিকা (কোয়ার্টার ফাইনাল)
কলম্বিয়া–পানামা
আগামীকাল ভোর ৪টা, টি স্পোর্টস

১ম টি-টোয়েন্টি
জিম্বাবুয়ে-ভারত
বিকেল ৫টা, সনি স্পোর্টস টেন ৫

লঙ্কা প্রিমিয়ার লিগ
ক্যান্ডি-কলম্বো
বিকেল ৩টা ৩০ মিনিট, টি স্পোর্টস

ডাম্বুলা–জাফনা
রাত ৮টা, টি স্পোর্টস

এ সম্পর্কিত আরও খবর