অক্টোবরে শুরু বাংলাদেশের বিশ্বকাপ বাছাই মিশন

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-13 03:31:50

আইসিসির নতুন নিয়ম নিয়ে কম সমালোচনা হয়নি। ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে বাছাই পর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ৩১ ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে না পারায় টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না লাল-সবুজের প্রতিনিধিরা। ১২ দলের সেই আসল লড়াইয়ের আগে প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে টাইগাররা।

বাছাইপর্ব টপকে আসা তিন দলের সঙ্গে লড়াই করে তবেই পেতে হবে সুপার ১২ -তে খেলার টিকিট। গ্রুপে তিন দলের লড়াই অন্তত দ্বিতীয় হতে হবে বাংলাদেশকে। সেই হিসেবে বাছাই পর্বের বৈতরণী পার হওয়া কঠিন কিছু হবে না টাইগারদের। বাছাই পর্ব খেলতে হচ্ছে শ্রীলঙ্কাকেও। দলটি আছে ‘এ’ গ্রুপে।

বাছাই পর্বে অস্ট্রেলিয়ার তাসমানিয়ার বেলেরিভ ওভালে হবে বাংলাদেশের প্রতিটি ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু ২০২০ সালের ১৯ অক্টোবর।

চলুন দেখে নেই সূচি-

বাছাই পর্ব

প্রতিপক্ষ

১৯ অক্টোবর, ২০২০

বি ৩

২১ অক্টোবর, ২০২০

বি ২

২৩ অক্টোবর, ২০২০

বি ৪

সুপার ১২ গ্রুপিং

গ্রুপ ১

পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, এ ১, বি ২

গ্রুপ ২

ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, বি ১, এ ২

সুপার ১২তে জায়গা পেলে বাংলাদেশের সম্ভাব্য ম্যাচ

২৬ অক্টোবর, ২০২০, পার্থ

ইংল্যান্ড

২৮ অক্টোবর, ২০২০, পার্থ

আফগানিস্তান

২ নভেম্বর, ২০২০, সিডনি

এ ২

৫ নভেম্বর, ২০২০, অ্যাডিলেড

ভারত

৮ নভেম্বর, ২০২০, সিডনি

দক্ষিণ আফ্রিকা

সেমিফাইনাল

১১ নভেম্বর, ২০২০, সিডনি

 

১২ নভেম্বর, ২০২০, অ্যাডিলেড 

 

ফাইনাল

১৫ নভেম্বর, ২০২০, মেলবোর্ন

 

এ সম্পর্কিত আরও খবর