উইম্বলডনের ফাইনালে জ্যাসমিন পাওলিনিকে হারিয়েছেন বারবারা ক্রেইচিকোভা। তুলে নিয়েছেন ৬-২, ২-৬, ৬-৪ গেমের এক জয়। তাতে উইম্বলডনের নতুন নারী চ্যাম্পিয়ন বনে গেলেন ক্রেইচিকোভা।
আজ অল ইংল্যান্ড ক্লাবে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল চেক এই খেলোয়াড়ের। প্রথম সেটে জেতেন ক্রেইচিকোভা। ৬-২ গেমে উড়িয়ে দেন পাওলিনিকে।
পরের গেমেই অবশ্য পাওলিনি ফিরে আসেন দারুণভাবে। প্রথম সেটের জবাব দেন তিনি ৬-২ গেমে জিতে।
তবে শেষ সেটে আবারও আধিপত্যটা ফিরিয়ে আনেন ক্রেইচিকোভা। তৃতীয় সেটে ৬-৪ গেমে হারিয়ে জিতে নেন উইম্বলডনের শিরোপা।
এটা ক্রেইচিকোভার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। এর আগে ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিতেছিলেন তিনি ২০২১ সালে। এদিকে জ্যাসমিন পাওলিনি এ নিয়ে টানা দুই গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল হারলেন। গেল মাসে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে তিনি হারেন পোলিশ খেলোয়াড় ইগা শোয়ানটেকের কাছে।