মরক্কোর কাছে নাটকীয়ভাবে হারল আর্জেন্টিনা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-25 10:39:41

যোগ করা সময়ের শেষ মিনিটে গোল। তাতে সবাই ধরেই নিয়েছিলেন ম্যাচটা বুঝি ২-২ গোলে ড্রই করে বসেছে আর্জেন্টিনা। তবে সেই গোল বাতিল হলো ২ ঘণ্টা পর। ফলে মরক্কোর কাছে ২-১ গোলে হার দিয়ে অলিম্পিকে নিজেদের যাত্রা শুরু করল আর্জেন্টিনা।
গতকাল সেঁত এতিয়েঁনে ম্যাচের দুই অর্ধে মরক্কোর সুফিয়ান রাহিমি করেন জোড়া গোল। ৬৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান গিউলিয়ানো সিমিওনে। এরপর যোগ করা সময়ে মেদিনা মরক্কোর জালে বল জড়ান।
এরপরই মরক্কান সমর্থকরা ক্ষুব্ধ হয়ে মাঠে নেমে আসেন। যার ফলে খেলা বন্ধ রেখে দুই দলকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। তখন বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
নাটকের শুরু এরপর। ম্যাচটা আসলে শেষ হয়নি তখনও। পরিস্থিতি ঠাণ্ডা হলে ফাঁকা গ্যালারিতে ২ ঘণ্টা পর আবারও মাঠে গড়ায় ম্যাচটা। ভিএআর যাচাইয়ে দেখা যায় মেদিনা বলটা পেয়েছিলেন অফসাইডে থেকে। ফলে গোলটা খাতা থেকে কেটে নেওয়া হয়। পরে আরও ৩ মিনিট খেলা হলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে ম্যাচটা হারতে হয় ২-১ গোলে।

এ সম্পর্কিত আরও খবর