অতীত ভুলে সামনে তাকাতে চায় বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু ২১ অক্টোবর থেকে। তার আগে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে সে সিরিজের। ভারতের সফরের দুঃস্মৃতি সে সিরিজের আগেই ভুলতে চায় বাংলাদেশ, সঙ্গে পাকিস্তান সিরিজের সুখস্মৃতিটাকেও কাজে লাগাতে মরিয়া নাজমুল হোসেন শান্তর দল।
বিষয়টা জানান নির্বাচক হান্নান সরকার। বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘যদি আপনি আগের দুটি সিরিজের দিকে তাকান, আমরা পাকিস্তানের বিপক্ষে খুব ভালো করেছি। এরপর ভারতের বিপক্ষে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। উত্থান-পতন থাকবেই, তবে আমরা আমাদের খারাপ স্মৃতিগুলো ভুলে যেতে চাই এবং পাকিস্তান সিরিজের ভালো স্মৃতিগুলো কাজে লাগাতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি খুবই আশাবাদী যে আমরা ভারতের সিরিজের খারাপ স্মৃতি পেছনে ফেলে এই সিরিজে ভালোভাবে ফিরব।’
শেষ তিন মাসে নাজমুল হোসেন শান্তর দল যেমন চড়াই দেখেছে, তেমন উতরাইও হয়েছে অনেক। আগস্টে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক ২-০ টেস্ট সিরিজ জয়ের পর টাইগাররা দারুণ আত্মবিশ্বাসী ছিল। তবে এরপরের ভারত সফরে তাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। সেখানে তারা ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ এবং ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হেরে বসে।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা ঘরের মাটিতে। স্বস্তির বিষয়টা এখানেই। ঘরের মাঠে স্পিনবান্ধব কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করবে বাংলাদেশ। তার ইঙ্গিত স্কোয়াডেই দেখা গেছে। সেখানে আগের দুই সিরিজের স্কোয়াডে থাকা পেসার খালেদ আহমেদকে বাদ দিয়েছে বিসিবি। হান্নান বলেন, ‘ঘরের মাঠে প্রতিটি দলই নিজেদের সুবিধা নিতে চায় এবং তাই আমরা এক পেসার কমিয়ে তিন স্পিনার নিয়েছি।’