এন্দ্রিককে নিয়ে রোমাঞ্চিত আনচেলত্তি 

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-02 15:30:10

এন্দ্রিককে দলে নিয়ে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে ২০২২ সালেই সমঝোতায় পৌঁছেছিল রিয়াল মাদ্রিদ। তবে বাঁধা ছিল বয়স ১৮ পূর্ণ হবার। সেটি পূরণের পরই জুলাইয়ে রিয়ালে অফিশিয়ালি যোগ দেন এন্দ্রিক। এবং বৃহস্পতিবারে প্রাক মৌসুমে এসি মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে অভিষেকটাও হয়ে গেল এই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। 

গতকাল প্রীতি ম্যাচে এসি মিলানের কাছে ১-০ ব্যবধানে হেরেছে লা লিগার চ্যাম্পিয়নরা। সেখানে এন্দ্রিক খেলেছেন প্রথমার্ধে। উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও অভিষেক ম্যাচেই তাকে নিয়ে বেশ রোমাঞ্চিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এবং আশা রাখছেন সামনে দারুণ কিছুর। 

ম্যাচ শেষে এন্দ্রিক প্রসঙ্গে আনচেলত্তি বলেন, সে এমন একজন, যার মধ্যে সত্যিই বিশেষ কিছু আছে। সে অনেক দ্রুতগতির এবং আঁটসাঁট জায়গায় খুব বিপজ্জনক...এই সব গুণাবলীর অর্থ হলো তার প্রতিভা দুর্দান্ত। 

মিলানের বিপক্ষে ম্যাচটি ছিল প্রাক মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচ। এতেই যাত্রা তাদের শুরু হলো ধাক্কা দিয়েই। লম্বা সময়ে মাঠে কাটানোয় এই প্রাক মৌসুম পর্বে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোদের মতো তারকাদের ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে যায় রিয়াল। 

প্রাক-মৌসুমে রিয়ালের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। বাংলাদেশ সময় রোববার ভোর পাঁচটায় শুরু ম্যাচটি। 

এ সম্পর্কিত আরও খবর