চোট জর্জরিত নেইমার এবার ফুটবলটাই ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন  

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-02 21:03:07

দশ মাস হতে চললো নেইমার আছেন মাঠের বাইরে। ২০২৩ সালের অক্টোবরে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাইয়ের ম্যাচে, উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে চোট পান নেইমার। এসিএল ইনজুরি থেকে যে সহজেই ফেরা যায় না সেটা ভেবেই ভক্তদের মন খারাপ হয়েছিলো তখনই। নেইমারও পারেননি এখনও। অপারেশন এবং রিহ্যাবের পর- এখনই যে মাঠে ফেরা হচ্ছে না ব্রাজিল ফুটবলের রাজকুমারের।

ক্যারিয়ার জুড়ে চোটের সাথে লড়াই করেই চলেছেন নেইমার। এবার সেটা একটু বেশি লম্বা সময় ধরে। প্রতিবারই ইনজুরিকে হারিয়ে ফিরেছেন মাঠে, যেটা সম্ভব হয়েছে তার হার না মানা মনোবলের কারণে। এবার অবশ্য নেইমার এক রকম হালই ছেড়ে দিয়েছিলেন। 

সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমার চোটে পড়ার দিনগুলো অনেক কঠিন ছিলো। এমন দিনও এসেছিলো, যখন মনে হয়েছিলো হাল ছেড়ে দেই। এর ভেতর দিয়ে যাওয়া অনেক কঠিন ছিল।’ 

ইউরোপিয়ান সংবাদমাধ্যম গুলো বলছে নাইমার মাঠে ফিরতে ফিরতে সময় লাগবে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। ইতিমধ্যে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। চালিয়ে যেতে চান লড়াই। 

‘একজন ফাইটার হিসেবে আমি যেটা চাই, সেটা না পাওয়া পর্যন্ত থামছি না। সৃষ্টিকর্তা আমার শক্তি এবং তিনি আমাকে রক্ষা করবেন। আমি প্রতিদিন লড়াই চালিয়ে যাবো।’ 

মুখরোচক আর চোখ কপালে ওঠার মতো বেতন-বোনাস এবং আরও অনেক সুবিধা নিয়ে পিএসজি থেকে আল হিলালে গিয়ে মাত্র তিনটা ম্যাচ খেলতে পেরেছেন এই স্ট্রাইকার।

এ সম্পর্কিত আরও খবর