প্যারিস অলিম্পিকে বাংলাদেশ হয়ে এবার প্রতিনিধিত্ব করেছেন মোট পাঁচজন অ্যাথলেট। ইতিমধ্যেই অলিম্পিক সফর শেষ শ্যুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি এবং আর্চার সাফর ইসলামের। এবার সে তালিকায় যোগ হলেন আরু দুই বাংলাদেশী। তারা হলেন স্প্রিন্টার ইমরানুর রহমান ও সাঁতারু সোনিয়া খাতুন।
আজ (শনিবার) ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ৬ নম্বর হিটে প্যারিসের স্ট্যাড দে ফ্রান্স স্টেডিয়ামে নেমেছিলেন ইমরানুর। যেখানে শেষ পর্যন্ত ষষ্ঠ হয়ে বাদ পড়লেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর। অপরদিকে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৩ নম্বর হিটে ষষ্ঠ হয়ে বিদায় নিলেন সোনিয়া।
শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারলেন না ইমরানুর। নিজের সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড, আজ তার চেয়েও বাজে পারফরম্যান্স করেছেন তিনি। ফলস্বরূপ ষষ্ঠস্থানে থেকেই বাদ পড়তে হলো এই দৌড়বিদকে। ২০২৩ সালের জানুয়ারিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ৬০ মিটার ইভেন্টে সোনা জিতেছিলেন ইমরানুর। তবে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় এই ১০০ মিটার স্প্রিন্টে বড় স্বপ্ন নিয়ে নেমেও ব্যর্থ হতে হলো ৩১ বছর বয়সী এই অ্যাথলেটকে।
অপরদিকে মেয়েদের ফ্রিস্টাইল সাঁতারে ৩ নবর হিট পর্যন্ত লড়াইয়ে ছিলেন সোনিয়া। তবে এই হিটে যৌথভাবে ষষ্ঠ অবস্থান দখল করতে পেরেছেন তিনি। তার সময় লেগেছিল ৩০.৫২ সেকেন্ড। ইমরানুর ও সোনিয়ার হারের মাধ্যমেই প্যারিস অলিম্পিকে যাত্রা শেষ হলো বাংলাদেশের।