পেছাল বাংলাদেশ এ দলের পাকিস্তান সফর 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-06 13:44:13

চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদশ। এর আগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ (মঙ্গলবার) পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ এ দলের। তবে দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে গেল সেই যাত্রা। বিসিবির সূত্রমতে, বাংলাদেশ এ দলের এই যাত্রা পিছিয়েছে অন্তত ৪৮ ঘণ্টা। 

এই সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ এ দলের। সব ঠিকঠাক থাকলে চার দিনের প্রথম ম্যাচ শুরু হবে ১০ আগস্ট এবং দ্বিতীয় ম্যাচটি শুরু ১৭ আগস্ট। এরপর তিনটি একদিনের ম্যাচ যথাক্রমে চলতি মাসের ২৩, ২৫ ও ২৭ তারিখে। 

কোটা আন্দোলনকে ঘিরে শুরু হওয়া আন্দোলন ঘিরে শেষ পর্যন্ত সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশের অস্থির পরিস্থিতিতে ইতিমধ্যে বন্ধ রেয়ছে বিমানবন্দরও। তাই এক বিবৃতিতে এই যাত্রা পিছিয়ে দেওয়ার কথা জানায় বিসিবি। 

সেই বিবৃতিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।’

চলতি মাসে সূচি আছে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরেরও। সেখানে প্রথম টেস্ট শুরু আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে, দ্বিতীয় ম্যাচে করাচিতে শুরু ৩০ আগস্ট। 

এ সম্পর্কিত আরও খবর