বর্ষসেরা জার্মান ফুটবলার হলেন ক্রুস

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-06 18:12:48

২০২৩-২৪ মৌসুমটা ক্লাব ফুটবলে দারুণ কেটেছে বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে গেল মৌসুমে স্প্যানিশ সুপার কাপ, লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার তুলে ধরেছেন তিনি। এরপরই ক্লাব ফুটবলকে বিদায় জানান ক্রুস।

ঘরের মাটিতে সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের পর আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবলকেই বিদায় জানিয়েছেন এই তারকা মিডফিল্ডার। যদিও বিদায়ের এই ঘোষণাটি আগেই দিয়ে রেখেছিলেন তিনি। তবে ঘরের মাঠে শিরোপা তুলে ধরে এরপর বিদায়ের আশাটা পূরণ হয়নি ক্রুসের।

ফুটবলকে বিদায় বললেও তার অর্জনের ঝুলির ওজন বাড়ছে এখনো। এবার তিনি নির্বাচিত হলেন ২০২৪ সালের জার্মানির সেরা ফুটবলার হিসেবে। দ্বিতীয়বারের মতো এই খেতাব পেলেন ক্রুস। এর আগের খেতাবটি জিতেছিলেন ২০১৮ সালে।

জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন ‘কিকার’ যৌথভাবে এই খেতাবটি প্রদান করে। মূলত ভোটাভুটির মাধ্যমে এই খেতাবটি নিজের নামে করে নিয়েছেন ক্রুস। সর্বোচ্চ ২৮৫টি ভোট পান তিনি।

এ সম্পর্কিত আরও খবর