টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে পারভেজ ইমনের ৬৯ আর স্পিনার রাকিবুল হাসানের হ্যাটট্রিকে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল।
ইমনের ৪৮ বলে ৬৯, শামীমের ২৫ বলে ২৫, ক্যাপ্টেন আকবরের ১৮ বলে ২১-এ ভরে এইচপি করে ৬ উইকেটে ১৭০ রান। পরে দলীয় সংগ্রহ একশই করতে পারেনি অস্ট্রেলিয়ার দলটি। এইচপি দলটি জেতে ৭৭ রানে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সেভাবে খেলার একদমই পায় না। সেখানে এমন সুযোগ কাজে লাগানো কিংবা এক প্রান্তে আগলে রেখে পারভেজ ইমনের এই ইনিংসে গল্প শুনতেই হচ্ছে।
বিগ ব্যাশের দলটিকে হারিয়ে ইমন বলেন, ‘চেষ্টা ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের প্রসেসে ব্যাটিং করব। একটা সময় দেখা গেছে, আমরা আগে আগে উইকেট হারিয়েছি। তারপর চেষ্টা করেছি অবস্থা বুঝে ব্যাটিং করার। অবশ্যই এটা আমাদের জন্য ভালো একটি জয় ছিল। টুর্নামেন্টের শুরুতেই আমরা ভালো একটি জয় পেয়েছি।
পারভেজের বড় ইনিংসের দিনে তিনটা করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল এবং রাকিবুল। আরেক স্পিনার আলিসেরও দুই উইকেট। রাকিবুল করেছেন হ্যাটট্রিক।
সফরে আকবরদের পরের ম্যাচ পরদিনই। অর্থাৎ সোমবার। প্রতিপক্ষ তাসমানিয়ান টাইগার্স। এই স্টেজে ছয়টা করে ম্যাচ খেলবে দলগুলো।