ক্যারিয়ারের সেরা সময়টা তিনি কাটাচ্ছেন এখন। ভিনিসিয়ুস জুনিয়রের সামনে এবার ইতিহাসের সবচেয়ে বড় এক প্রস্তাব নিয়ে এসেছে সৌদি ক্লাব আল আহলি। যাতে সম্মত হলে তিনি পাবেন ১২৮৪৪ কোটি টাকার সমপরিমাণ অর্থ!
আল আহলির প্রস্তাবটা রিয়াল মাদ্রিদকেও নাড়িয়ে দিয়েছে। একই পরিস্থিতি ভিনিসিয়ুসেরও হতে পারে। কারণ তার জন্য বিষয়টা শুধু টাকারই নয়, সঙ্গে আরও অনেক আর্থিক ও সামাজিক প্রস্তাব যোগ হবে এতে।
২০৩৪ বিশ্বকাপটা আয়োজিত হবে সৌদি আরবে। সে বিশ্বকাপের আগে নিজেদের ভাবমূর্তি আরও ভালো করতে ফুটবল বিশ্বের বড় বড় তারকাকে দলে ভেড়াচ্ছে সৌদির ক্লাবগুলো। শেষ এক বছরে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, এনগোলো কন্তে, রবার্তো ফিরমিনো, করিম বেনজেমা, রিয়াদ মাহরেজদের মতো তারকাকে সৌদি আরবের ক্লাবগুলোতে আনা হয়েছে।
এত কিছুর পরেও সৌদি ক্লাবগুলো তৃপ্ত হচ্ছে না। তারই ধারাবাহিকতায় এবার ভিনিসিয়ুস জুনিয়রের দিকে হাত বাড়িয়েছে ক্লাবটি। তার ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন। কারণ সৌদিতে যোগ দেওয়া খেলোয়াড়দের বেশিরভাগই ছিলেন পড়তি ফর্মের দিকে। ওদিকে ভিনি আছেন ক্যারিয়ারে ফর্মের চূড়ায়। আসছে ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রেও তিনি আছেন অনেক এগিয়ে।
শুধু বেতন নয়, তার জন্য এই চুক্তিতে অপেক্ষা করছে আরও বড় প্রস্তাবও। ২০৩৪ বিশ্বকাপে সৌদি লীগের দূত হতে পারবেন তিনি। সঙ্গে সৌদি আরবে থাকার নিশ্চয়তাও পাচ্ছেন তিনি।