মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৭৭ রানের বড় ব্যবধানের জয় দিয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টির আসরটা দারুণভাবেই শুরু করেছিল বাংলাদেশ এইচপি দল। তবে আসরের দ্বিতীয় ম্যাচে সোমবার তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় আকবর আলীর দলটি। পরে আজকের (বুধবার) ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষেও হারল তামিম-জিশানরা।
ম্যাচটিতে অ্যাডিলেইডের সামনে কোনো পাত্তাই পেল না এইচপি দল। ১৪৭ রানের লড়াকু পুঁজির পর ৮ উইকেটের বড় ব্যবধানে হারল আকবর আলীরা।
মুরারা ক্রিকেট গ্রাউন্ডে এদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাডিলেইড। সেখান আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান তোলে বাংলাদেশ এইচপি দল।
সেই লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় অ্যাডিলেইড। ইনিংসের তৃতীয় বলেই তাদের ওপেনার জশ কানকে ফেরান রিপন মণ্ডল। তবে জ্যাক উইন্টারের তাণ্ডবে সেই চাপ অনায়াসেই সামনে নেয় তারা। তৃতীয় উইকেটে ম্যাকফাইডেনকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন উইন্টার। সেখানে ম্যাকফাইডেন ৩৮ রানে ফিরলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন এই ওপেনার। এতেই ১৪ বল হাতে রেখে ৮ উইকেটের অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাডিলেইড।
সেখানে দলীয় সর্বোচ্চ ৫৪ বলে ৮২ রান করেন উইন্টার। বাংলাদেশ এইচপি দলের হয় একটি করে উইকেট নেন রিপন ও রনি।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে এইপি দল। ২৩ রানেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। তবে আরেক প্রান্ত আগলে রেখে এগোচ্ছিলেন ওপেনার জিশান আলম। তবে দলীয় সংগ্রহ ৫২ রানে পৌঁছাতেই তিনিও মাপেন সাজঘরের রাস্তা। ২৬ রান করে এই ব্যাটার ফেরার পর হাল ধরেন অধিনায়ক আকবর ও শামীম হোসেন পাটোয়ারী। শেষ পর্যন্ত আকবরের ৩৫ বলে ৩৬ এবং শামীমের ৩২ বলে দলীয় সর্বোচ্চ ৪২ রান চড়ে ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ এইচপি। তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি যথেষ্ট।
এই হারে তালিকার ৮-এ নেমে গেছে এইচপি দল। সমান পয়েন্ট নিয়ে তাদের পরে আছে কেবল পার্থ স্কর্চার্স একাডেমি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি দল: ১৪৭/৮ (২০ ওভার) (শামীম ৪২, আকবর ৩৫; মানেন্টি ৩/৩১, টিম ৩/৩১)
অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি: ১৪৮/২ (১৭.৪ ওভার) (উইন্টার ৮২*, ম্যাকফাইডেন ৩৮; রনি ১/১৭)
ফলাফল: অ্যাডিলেইড ৮ উইকেটে জয়ী